আইএমএফ-এর কাছে জরুরি সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিলেন পাক প্রধানমন্ত্রী
  2018-10-09 15:37:07  cri

অক্টোবর ৯: দেশের অর্থনৈতিক সংকটাবস্থা প্রশমনের লক্ষ্যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কাছে জরুরি সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির অর্থমন্ত্রী আসাদ ওমর গতকাল (সোমবার) এক বিবৃতিতে এ-তথ্য জানান।

মন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি স্থিতিশীল পুনরুদ্ধার পরিকল্পনা বের করতে চেষ্টা করছে পাকিস্তান, যা দেশের নিম্ন আয়ের মানুষের ওপর চাপ কমাবে। তিনি আরও বলেন, আইএমএফের জরুরি সহায়তার ওপরই কেবল পাকিস্তান নির্ভর করবে, তা নয়; বরং সরকার অন্যান্য ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জরুরি পরিস্থিতি মোকাবিলা করবে। আসাদ ওমর চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আইএমএফের বার্ষিক সম্মেলনে অংশ নেবেন।

উল্লেখ্য, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত উপাত্ত অনুযায়ী, চলতি জুন মাস পর্যন্ত দেশটির বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৯৫০০ কোটি ডলার এবং বৈদেশিক মুদ্রার মজুদ ছিল ১৬৪০ কোটি মার্কিন ডলার। বর্তমানে পাকিস্তানের জিডিপিতে বৈদেশিক ঋণের অবদান ৩৩.৬ শতাংশ। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040