চীনাদের ছুটি কাটানোর পদ্ধতি আরো সমৃদ্ধ, ভোগ বৃদ্ধির গতি আরো দ্রুত
  2018-10-09 15:32:00  cri
সেপ্টেম্বর ৯: চীনের এ বছরের জাতীয় দিবসের সাত দিনের ছুটিতে জৈব খাদ্য, অতি উচ্চ সংজ্ঞাসম্পন্ন টিভি ও স্মার্ট হোম পণ্য বিক্রির পরিমাণ অনেক বেড়েছে। পাশাপাশি চীনাদের ছুটি কাটানোর পদ্ধতি আরো সমৃদ্ধ হচ্ছে। বিশেষ করে সেবা ভোগের পদ্ধতি সমৃদ্ধ হয়েছে। আজকের অনুষ্ঠানে আমি এ বিষয় নিয়ে আপনাদের কিছু কথা বলবো।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত জাতীয় দিবসের ছুটিতে ভোগের পরিমাণে বলা হয়, ১ থেকে ৭ অক্টোবর চীনের খুচরা ও ক্যাটারিং কোম্পানির মোট বিক্রির পরিমাণ গত বছরের চেয়ে ৯.৫ শতাংশ কম। এর মধ্যে পণ্য বিক্রির কাঠামো উন্নীত হচ্ছে। বিভিন্ন স্থানে জৈব খাদ্য, স্বর্ণ ও রূপার গয়না, স্মার্ট মোবাইল ফোন, অতি উচ্চ সংজ্ঞাসম্পন্ন টিভি, স্মার্ট হোম পণ্য ও গাড়ি বিক্রির পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানের বিগ স্ক্রিন অতি উচ্চ সংজ্ঞাসম্পন্ন টিভি বিক্রির পরিমাণ গত বছরের একই সময়ের ৫ গুণ। শানসি প্রদেশের সিআন শহরের একটি গৃহস্থলী যন্ত্রপাতি দোকানের প্রধান ছেন হুই জাতীয় দিবসের সাত দিনের বিক্রির পরিস্থিতি সাংবাদিককে জানিয়ে বলেন,

'আমাদের ভোক্তা মূল্যের ওপর আরো বেশি গুরুত্ব দিতে হবে। তাঁরা স্মার্ট যন্ত্রপাতির ওপর আরো বেশি গুরুত্ব দেন। তাঁরা আশা করেন, নতুন যন্ত্রপাতি জীবনের জন্য আরো বেশি সুবিধা বয়ে আনবে'।

ভোগের কাঠামো উন্নয়নের পাশাপাশি জাতীয় দিবসের ছুটিতে সেবা ভোগ অনেক বৃদ্ধি পেয়েছে। পর্যটন, সিনেমা, পরিবেশনা, যাদুঘর ও গ্রন্থাগার পরিদর্শন ছিল অনেক চীনা মানুষের ছুটি কাটানো পদ্ধতি। সাত দিন ছুটির প্রথম চার দিনে সারা দেশে চীনা পর্যটকের সংখ্যা ৫০.২ কোটি। তা গত বছরের একই সময়ের চেয়ে ৮.৮ শতাংশ বেশি। প্রথম ছয় দিনে সারা চীনে সিনেমা হলগুলোতে বক্সঅফিসের পরিমাণ ১.৭১ কোটি ইউয়ান।

পাশাপাশি ইন্টারনেট শপিং, ইন্টারনেট ডেলিভারি, কাস্টম পর্যটন, শেয়ারকৃত হোমস্টে ও মোবাইল পেমেন্টসহ বিভিন্ন ভোগ পদ্ধতি চীনে খুবই জনপ্রিয়। সাত দিন ছুটির প্রথম ছয় দিনে কোনো কোনো ই কমার্স প্ল্যাটফর্মে বিক্রির পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি। কোনো কোনো নেট ডেলিভারির অর্ডার ৫০ শতাংশ বেশি। কোনো কোনো শেয়ারকৃত হোমস্টে'র বুকিংয়ের পরিমাণ গত বছরের একই সময়ের ৫ গুণ।

চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের জাতীয় দিবসের ৭ দিনের ছুটিতে চীনের বিভিন্ন স্থানে পর্যটকের সংখ্যা ছিল মোট ৭২ কোটি ৬০ লাখ, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৯.৪৩ শতাংশ বেশি। এসময় অভ্যন্তরীণ পর্যটন খাতে আয় হয়েছে ৫৯ হাজার ৯০৮ কোটি ইউয়ান, যা আগের বছরের একই সময়ের আয়ের চেয়ে ৯.০৪ শতাংশ বেশি। তা ছাড়া, চলতি বছরের জাতীয় দিবসের ছুটিতে বিদেশে চীনা পর্যটকের সংখ্যা ছিল ৭০ লাখ। আগের বছরগুলোর তুলনায় চলতি জাতীয় দিবসের ছুটিতে চীনা পর্যটকদের পণ্যক্রয় ও বিভিন্ন পরিষেবা ভোগের গুণগত মান উন্নত হয়েছে। এদিকে, জাতীয় দিবসের ছুটিতে জাদুঘর, বিজ্ঞান-প্রযুক্তি জাদুঘর, আর্ট গ্যালারি ও লাইব্রেরিসহ বিভিন্ন গণসাংস্কৃতিক স্থানও চীনাদের প্রিয় স্থানে পরিণত হয়।

কোনো কোনো চীনা বিশেষজ্ঞ মনে করেন, পণ্য কেনা থেকে সেবা কেনা, ঐতিহ্যগত ভোগ থেকে নতুন পদ্ধতির ভোগ পর্যন্ত চীনা নাগরিকদের ভোগের প্রয়োজন আরো সমৃদ্ধ হচ্ছে। বর্তমানে চীনা মানুষের ভোগের মান আরো উচ্চ। শানসি নর্মাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বাণিজ্য একাডেমির উপ-প্রধান ইন হাই ইউয়ান মনে করেন, চীনের ছুটিতে ভোগের কাঠামো আরো উন্নীত হয়েছে।

তিনি বলেন, এতে প্রতিফলিত হচ্ছে যে, চীনের দেশীয় চাহিদা উন্নয়নের নীতি কার্যকর হয়েছে। চীনা নাগরিকদের আয় উন্নীত এবং দেশে ভোগের মান আরো উচ্চ হয়েছে। আমার মনে হয়, ভবিষ্যতে চীনে ছুটিতে ভোগ বৃদ্ধির গতি আরো দ্রুত হবে। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040