চীন-পাক অর্থনৈতিক করিডরের কাঠামোতে তাড়াতাড়ি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের আহ্বান পাক প্রধানমন্ত্রীর
  2018-10-09 15:24:21  cri

অক্টোবর ৯: গতকাল (সোমবার) সরকারের উচ্চ পর্যায়ের সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চীন-পাক অর্থনৈতিক করিডরের কাঠামোতে তাড়াতাড়ি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করে শিল্পের আধুনিকায়ন ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় সোমবার প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, চীন-পাক অর্থনৈতিক করিডর প্রকল্প তাড়াতাড়ি সামনে আগালে তা শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের উপরেই ইতিবাচক প্রভাব ফেলবে না, তা গোটা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্যও সহায়ক হবে। এ প্রকল্পে আরো বেশি বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।

তিনি আবার জোর দিয়ে বলেন, পাক-চীন সার্বিক কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র নীতির ভিত্তি।

বিবৃতিতে আরো বলা হয়, অর্থনৈতিক করিডরের মাধ্যমে চীনের কাছ থেকে সমাজ, কৃষি ও অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের অভিজ্ঞতা শেখা যাবে। বিশেষ করে কৃষি খাতে চীনের কাছ থেকে প্রযুক্তিসহ বিভিন্ন অভিজ্ঞতা শেখা যাবে।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040