চীন-আসিয়ান কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চদশ বার্ষিকী উপলক্ষ্যে অভিনন্দনবার্তা
  2018-10-09 10:39:49  cri
অক্টোবর ৯: গতকাল (সোমবার) চীন ও আসিয়ানের কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চদশ বার্ষিকী উপলক্ষ্যে পরস্পরকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।

বার্তায় লি খ্য ছিয়াং বলেন, ২০০৩ সালে চীন 'দক্ষিণপূর্ব এশিয়ার বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক চুক্তিতে' (টিএসি) যোগ দেয়। গত ১৫ বছরের মধ্যে চীন ও আসিয়ানভুক্ত দেশের যৌথ প্রয়াসে দ্বিপাক্ষিক সম্পর্কের স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়ন বাস্তবায়িত হয়েছে, রাজনৈতিক আস্থা ও আর্থিক সম্পর্কও দিন দিন ঘনিষ্ঠ হয়েছে। দু'পক্ষের উন্নয়ন ২ বিলিয়ন লোকের বাস্তব কল্যাণ বয়ে এনেছে এবং আঞ্চলিক ও বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির সহায়ক হয়েছে। চীন আসিয়ানের সাথে আরো উন্নত সম্পর্ক গড়ে তোলা এবং ঘনিষ্ঠতর অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে প্রচেষ্টা চালাবে বলে উল্লেখ করেন লি খ্য ছিয়াং।

বার্তায় লি সিয়েন লুং বলেন, গত ১৫ বছরে রাজনৈতিক নিরাপত্তা, আর্থ-বাণিজ্য ও সংস্কৃতি- এ তিনটি বিষয়কে ভিত্তি করে আসিয়ান-চীন সহযোগিতা ব্যাপক সম্প্রসারিত হয়েছে। দ্বিপাক্ষিক বিনিময় ও যোগাযোগ জোরদার করে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ আর 'আসিয়ান পরিকল্পনা ২০২৫' সংযুক্ত করে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে সঠিক দিক নির্দেশনা তৈরি হবে বলে আশা করেন তিনি।(সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040