ডিজিটাল নিরাপত্তা আইনে রাষ্ট্রপতির স্বাক্ষর
  2018-10-08 19:20:25  cri
ডিজিটাল নিরাপত্তা আইনে সোমবার স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন এ কথা জানিয়েছেন।

এর মধ্য দিয়ে কার্যকর হলো বিতর্কিত আইনটি। জাতীয় সংসদের ভিতরে-বাইরে বিভিন্ন পক্ষের আপত্তি, উদ্বেগ ও মতামত উপেক্ষা করে ২৬ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনটি সংসদে পাস হয়। এর প্রতিবাদে সম্পাদক পরিষদ মানববন্ধনের ঘোষণা দেন। পরে তাদের সঙ্গে বৈঠক করেন আইন, তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী। সেখানে গণমাধ্যমের আপত্তি থাকা ধারাগুলো আলাপআলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040