টিপিপি'তে ব্রিটেনকে স্বাগত জানাবে জাপান: শিনজো আবে
  2018-10-08 16:48:07  cri

অক্টোবর ৮: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার পর, ব্রিটেনকে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি)-তে স্বাগত জানাবে জাপান। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে গতকাল (রোববার) টোকিওতে, ব্রিটিশ পত্রিকা ফাইনানশিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে এ-কথা বলেন।

আবে বলেন, ব্রেক্সিটের পর ইউরোপে ব্রিটেন তার মূল অবস্থান হারাবে। তবে, ব্রিটেন শক্তিশালী একটি দেশ। ব্রিটেন ও ইইউ'র উচিত ব্রেক্সিট প্রশ্নে পরস্পরকে ছাড় দেওয়া। তিনি আশা করেন, বিশ্ব অর্থনীতির ওপর ব্রেক্সিটের নেতিবাচক প্রভাব যথাসম্ভব কম হবে।

এর আগে চলতি বছরের জুলাই মাসে ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী লিয়াম ফক্স বলেছিলেন, ব্রেক্সিটের পর তাঁর দেশ টিপিপি-তে যোগ দেবে কি না, তা জনগণের মত নিয়ে ঠিক করা হবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040