পিয়ংইয়ংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিম জং-উনের বৈঠক
  2018-10-08 16:47:33  cri

অক্টোবর ৮: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন গতকাল (রোববার) পিয়ংইয়ংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেন। তাঁরা দ্বিতীয় উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষসম্মেলনের প্রস্তুতিমূলক কাজ এবং বৈঠকের প্রক্রিয়াগত সমস্যা ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন। আজ (সোমবার) কোরীয় কেন্দ্রীয় বার্তাসংস্থা এ-তথ্য জানায়।

বৈঠকে কিম জং-উন বলেন, তাঁর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের আসন্ন দ্বিতীয় বৈঠক, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে এবং প্রথম বৈঠকের যৌথ বিবৃতির ধারাসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

কিম জং-উন আরও বলেন, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে শীর্ষ নেতৃবৃন্দ পর্যায়ের বৈঠক ও আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং খুব শিগগিরি তাঁর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিতীয় বৈঠকের বিস্তারিত পরিকল্পনা প্রকাশিত হবে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040