বেইজিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই'র বৈঠক
  2018-10-08 16:47:00  cri

অক্টোবর ৮: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (সোমবার) বেইজিংয়ে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে ওয়াং ই বলেন, "সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনের ওপর বাণিজ্যযুদ্ধ চাপিয়ে দেওয়ার পাশাপাশি, তাইওয়ানসহ বিভিন্ন ইস্যুতে চীনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এবং চীনের অভ্যন্তরীণ ও বিদেশনীতির অমূলক সমালোচনা করে। আমরা মনে করি, যুক্তরাষ্ট্রের এমন আচরণ পারস্পরিক আস্থার ওপর সরাসরি আঘাতস্বরূপ এবং তা দু'দেশের ভবিষ্যৎ সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এটা দু'দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধেও যায়। এই প্রেক্ষাপটে, ভুল কথা বলা ও ভুল কাজ করা থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকতে তাগিদ দেয় চীন। চীন ও যুক্তরাষ্ট্রের উচিত সহযোগিতা ও পারস্পরিক কল্যাণের পথে চলা এবং পারস্পরিক সংঘর্ষ ও বিরোধিতা এড়িয়ে চলা।"

ওয়াং ই আরও বলেন, কোরীয় উপদ্বীপসহ আঞ্চলিক হট ইস্যু নিয়ে চীনের সঙ্গে মত বিনিময় করতে চেয়েছেন মাইক পম্পেও। এটা প্রমাণ করে যে, দু'টি বড় দেশ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্র হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার সম্পর্ক জরুরি। তিনি আশা করেন, পম্পেওর বেইজিং সফর দু'দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040