ইন্দোনেশিয়ায় টেলি-যোগাযোগব্যবস্থা পুনর্গঠন করছে চীনা কোম্পানি
  2018-10-08 13:29:07  cri

অক্টোবর ৮: ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশে রিক্টার স্কেলে ৭.৪ মাত্রার ভূমিকম্প ও সুনামি আঘাত হানার পর বিদ্যুত্ ও টেলি-যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়ে। স্থানীয় টেলিযোগাযোগ কোম্পানির সঙ্গে চীনা কোম্পানিও দ্রুত ব্যবস্থা নিয়ে টেলি-যোগাযোগব্যবস্থা পুনর্গঠনের কাজ করছে।

ভূমিকম্প আঘাত হানার ৫ মিনিটের মধ্যে ইন্দোনেশিয়ায় চীনের হুয়াওয়েই কোম্পানি পরিস্থিতি মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ করে। তারা ২১ জন বিশেষজ্ঞ ও ১৭ জনের দল পাঠিয়ে মেরামতের কাজ শুরু করে।

ভূমিকম্পের রাতে আরেকটি চীনা টেলি-যোগাযোগ কোম্পানি জুংশিং (জেডটিই) পরপর ৭ দফা প্রযুক্তিগত বিশেষজ্ঞসহ সামরিক বিমান দুর্গত এলাকায় পাঠায়।

এসব চীনা কোম্পানির সাহায্য ও জরুরি পদক্ষেপের কারণে ইন্দোনেশিয়ার টেলি-যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার হচ্ছে। এতে দুর্গত এলাকার মানুষ অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ করতে পারছে এবং উদ্ধারকাজে সহজ হচ্ছে।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040