গত বছর প্রায় ১৫০ বিলিয়ন ইউয়ান দাতব্য সহায়তা পেয়েছে চীন
  2018-10-08 13:27:08  cri

অক্টোবর ৮: সম্প্রতি চীনের দাতব্য সমিতি শেনচেন শহরে '২০১৭ সালে চীনের দাতব্য সহায়তাসংক্রান্ত প্রতিবেদন' প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, গত বছর দেশি-বিদেশি বিভিন্ন সূত্র থেকে চীন দাতব্য সহায়তা পেয়েছে ১৪ হাজার ৯৯৮ কোটি ৬০ লাখ ইউয়ান; যা ২০১৬ সালের তুলনায় ৭.৬৮ শতাংশ বেশি। গত বছর দাতব্য সহায়তা জিডিপির ০.১৮ শতাংশ ছিল। সারা দেশের মাথাপিছু দানের পরিমাণ ১০৭.৯ ইউয়ান; যা তার আগের বছরের তুলনায় ৭.১১ শতাংশ বেড়েছে।

দাতব্য সহায়তা অব্যাহতভাবে দারিদ্র্যবিমোচন খাতে ব্যবহার করা হচ্ছে। গত বছর শিক্ষা, চিকিত্সা ও স্বাস্থ্য, দারিদ্র্যবিমোচন- এ তিনটি ক্ষেত্রে সবচেয়ে বেশি সামাজিক দানের অর্থ ব্যবহার করা হয়। এ তিনটি খাতে মোট ১০ হাজার ৯১১ কোটি ৫০ লাখ ইউয়ানের সহায়তা এসেছে; যা মোট দানের ৭২.৭৫ শতাংশ। সামাজিক দান প্রধানত বিভিন্ন তহবিল ও দাতব্য সংস্থায় দেওয়া হয়। এটি বার্ষিক দানের ৭৩.৮৭ শতাংশ।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040