যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার নেতাদের দ্বিতীয় বৈঠক নিয়ে মতৈক্য হয়েছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
  2018-10-08 11:03:18  cri
অক্টোবর ৮: গতকাল (রোববার) সিউল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইনকে জানিয়েছেন, উত্তর কোরিয়া সফরে দেশটির শীর্ষনেতার সঙ্গে দু'পক্ষের দ্বিতীয় বৈঠক নিয়ে মতৈক্য হয়েছে। দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট ভবনের নাগরিক যোগাযোগ শীর্ষসচিব ইয়ুন ইয়াং এ তথ্য জানিয়েছেন।

শীর্ষসচিব ইয়ুন বলেন, এদিন পম্পেও উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের পর দক্ষিণ কোরিয়া সফর করেন। তাঁর উত্তর কোরিয়ার সফরের ইতিবাচক মূল্যায়ন করেছেন পম্পেও। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রমুক্তকরণ পদক্ষেপ, মার্কিন সরকারের পর্যবেক্ষক দল পাঠানো ও মার্কিন সরকারের সংশ্লিষ্ট ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট পরামর্শক দল গঠন করে কোরীয় উপদ্বীপে পরমাণু অস্ত্রমুক্তকরণ প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্র-উত্তর কোরীয় শীর্ষনেতার বৈঠকের সময়সূচি নিয়ে কথা বলতে একমত হয়েছেন তাঁরা। দ্বিতীয় বৈঠক সফলভাবে আয়োজনের প্রত্যাশা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন।

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো উত্তর কোরিয়া সফর করেছেন পম্পেও। তাঁর এবারের সফর গত বারের চেয়ে ভালো হলেও কোরীয় উপদ্বীপের পরমাণু অস্ত্রমুক্তকরণে আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে বলে মনে করে মার্কিন গণমাধ্যম।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040