পাকিস্তানে চিকিত্সা খাতে সর্বোচ্চ মর্যাদা পেলেন চার চীনা চিকিত্সক
  2018-10-07 20:02:00  cri
অক্টোবর ৭: পাকিস্তানের অ্যাসোসিয়েশান অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স-এর ৫২তম অধিবেশনে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করা হয়েছে চীনের চার জন চিকিত্সককে। গতকাল (শনিবার) পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে অনুষ্ঠিত অধিবেশনে চীনা চিকিত্সকদের এই মর্যাদা দেওয়া হয়। এই প্রথম কোনো চীনা চিকিত্সক এ মর্যাদা পেলেন।

সংস্থার চেয়ারম্যান বার্তাসংস্থা সিনহুয়াকে বলেন, চিকিত্সা খাতে চীন অনেক এগিয়েছে। পাকিস্তান 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় চীনের অভিজ্ঞতা ও প্রযুক্তি কাজে লাগাতে পারে।

উল্লেখ্য, পাকিস্তানের অ্যাসোসিয়েশান অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। পাকিস্তানের বেশ কয়েকটি বড় শহর এবং ব্রিটেন, সৌদি আরব, আইসল্যান্ড ও নেপালে সংস্থার শাখা আছে। সংস্থাটিকে পাকিস্তানের চিকিত্সা খাতের সর্বোচ্চ একাডেমি হিসেবে গণ্য করা হয়। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040