সেপ্টেম্বরশেষে চীনের বৈদেশিক মুদ্রার মজুদ ছিল ৩ লাখ ৮ হাজার কোটি মার্কিন ডলার
  2018-10-07 19:49:12  cri
অক্টোবর ৭: চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ চীনের বৈদেশিক মুদ্রার মজুদের পরিমাণ ছিল ৩ লাখ ৮ হাজার কোটি মার্কিন ডলার, অগাস্ট মাসের শেষ নাগাদের তুলনায় যা ২ হাজার ২৭০ কোটি মার্কিন ডলার কম। এক্ষেত্রে হ্রাসের হার ০.৭ শতাংশ। চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা অধিদফতর আজ (রোববার) এক বিবৃতিতে এ-তথ্য জানায়।

অধিদফতরের মুখপাত্র ওয়াং ছুন ইং বলেন, সেপ্টেম্বরে চীনে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল ছিল। বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও সম্পত্তির মূল্য পরিবর্তনসহ নানা কারণে সেপ্টেম্বরে বৈদেশিক মুদ্রার মজুদের পরিমাণ আগের মাসের চেয়ে খানিকটা কমেছে।

মুখপাত্র আরও বলেন, বর্তমান বিশ্বের অর্থনীতিতে ব্যাপক অনিশ্চয়তা রয়েছে। তবে, চীনের আছে ঝুকি প্রতিরোধের উপযুক্ত সামর্থ্য। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040