টোকিওতে জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2018-10-07 15:48:13  cri

অক্টোবর ৭: টোকিওতে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। গতকাল (শনিবার) স্থানীয় সময় বিকেলে অনুষ্ঠিত বৈঠকে তাঁরা উত্তর কোরিয়া প্রসঙ্গে মত বিনিময় করেন এবং এ-ব্যাপারে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চালিয়ে যেতে একমত হন।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরীয় নেতার সম্ভাব্য দ্বিতীয় বৈঠকের আলোচ্য বিষয় নিয়েও কথা বলেন আবে ও পম্পেও। এসময় আবে বলেন, তাঁর দেশ উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র এবং পিয়ংইয়ংয়ে বন্দি জাপানি নাগরিকদের মুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক।

আবে ও পম্পেওর বৈঠকে আবারও উল্লেখ করা হয় যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবানুসারে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে এবং উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পারস্পরিক সহযোগিতা চালিয়ে যাবে। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040