'শিগগিরি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে হংকং-চু হাই-ম্যাকাও মহাসেতু'
  2018-10-07 15:39:07  cri
অক্টোবর ৭: হংকং-চু হাই-ম্যাকাও মহাসেতুটি আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দিতে প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট তিনটি অঞ্চল। এ-ব্যাপারে প্রয়োজনীয় পরীক্ষাও সফল হয়েছে। এখন হংকং, চু হাই, ও ম্যাকাওয়ের স্থানীয় কর্তৃপক্ষ সেতুটি খুলে দিতে শেষ পর্যায়ের কাজ করছে। আজ (রোববার) চীনের হংকং বিশেষ প্রশাসনিক সরকারের প্রশাসন বিভাগের প্রধান সচিব চাং চিয়ান চোং অনলাইনে প্রকাশিত এক লেখায় এ-সব কথা বলেন।

চাং চিয়ান চোং বলেন, গত ২৮ সেপ্টেম্বর থেকে টানা ৩ দিন হংকং-চু হাই-ম্যাকাও মহাসেতু খুলে দেওয়ার আগের প্রয়োজনীয় পরীক্ষা চালানো হয়। এখন সেতুটি চালু হলে চু নদীর ডেল্টার পশ্চিমাংশ থেকে হংকং যেতে মাত্র ৩ ঘন্টা লাগবে। এতে সময় ও খরচ অনেক বেঁচে যাবে। সেতুটি হংকং ও ম্যাকাওয়ের সঙ্গে মুল ভূভাগের যোগাযোগ সহজতর করবে এবং সংশ্লিষ্ট অঞ্চলগুলোর উন্নয়নে ভূমিকা রাখবে।

চাং চিয়ান চোং আরও বলেন, টেকসই উন্নয়নের জন্য হংকংয়ের স্থানীয় সরকারকে অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে হবে। ১০ বছর আগে হংকংয়ের স্থানীয় সরকার অবকাঠামো খাতে প্রতিবছর গড়ে ২০০০ কোটি হংকং ডলার বিনিয়োগ করতো। আর বর্তমানে তা বেড়ে বছরে দাঁড়িয়েছে ৮০০০ কোটি হংকং ডলারে। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040