জাতীয় দিবসের ছুটিতে চীনাদের অর্থব্যয়ের পরিমাণ বেড়েছে
  2018-10-07 15:24:52  cri

অক্টোবর ৭: চলতি বছর জাতীয় দিবসের ছুটিতে চীনাদের অর্থব্যয়ের পরিমাণ আগের তুলনায় বেড়েছে। এক্ষেত্রে পর্যটনের পেছনে ব্যয়ই ছিল বেশি। চীনের পর্যটনশিল্পের গুণগত মানও আগের তুলনায় বেড়েছে।

পরিসংখ্যান বলছে, দূরে কোথাও বাচ্চাদের নিয়ে ছুটি কাটাতে যাওয়া বা নিজেদের গাড়িতে কোথাও বেড়াতে যাওয়ার মতো বিনোদন-কর্মকাণ্ডের পেছনে চীনারা অর্থব্যয় করেছেন বেশি। বিশেষ করে যেসব চীনার জন্ম বিংশ শতাব্দীর আশি ও নব্বইয়ের দশকে, তাঁরা জাতীয় দিবসের ছুটিতে বিনোদনের পেছনে বেশি অর্থ ব্যয় করেছেন।

পরিসংখ্যান থেকে জানা গেছে, এবার জাতীয় দিবসের সাত দিনের ছুটিতে ঘোরাঘুরি, বিমান টিকিট ও হোটেলের পেছনে চীনাদের ব্যয় ঠিক আগের সপ্তাহের চেয়ে বাড়ে ২০০ শতাংশের বেশি। এর মধ্যে দামি হোটেলের পেছনে ব্যয় বাড়ে ৪০০ শতাংশের বেশি। বিশ্লেষকদের মতে, পর্যটন খাতের গুণগত মান বাড়ায় চীনাদের ভোগের ধরনেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

জাতীয় দিবসের ছুটিতে জাদুঘর, বিজ্ঞান-প্রযুক্তি জাদুঘর, আর্ট গ্যালারি ও লাইব্রেরিসহ বিভিন্ন গণসাংস্কৃতিক স্থান‌ও চীনাদের প্রিয় স্থান হয়ে ওঠে। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040