ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে ৮১ জনকে পিএইচডি ডিগ্রী প্রদান
  2018-10-06 18:59:54  cri
আনন্দ আর উৎসবমুখরতায় অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন। রেকর্ড ২১ হাজার ১১১ জন গ্রাজুয়েট অংশ নেন এবারের সমাবর্তনে। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য, রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।

সমাবর্তনে কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের ৯৬টি স্বর্ণপদক, ৮১ জনকে পিএইচডি ও ২৭ জনকে এমফিল ডিগ্রি দেয়া হয়েছে। এর আগে রাষ্ট্রপতির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিলের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে কার্জন হল থেকে সমাবর্তন শোভাযাত্রা বের করা হয়। সমাবর্তন বক্তা ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। আচার্যের ভাষণে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, দেশের উচ্চশিক্ষার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালি জাতিসত্তার বিকাশে অনন্য ভূমিকা রেখে চলেছে। ভাষা আন্দোলন থেকে মুক্তযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। ছাত্র রাজনীতির সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে এবং ছাত্রদের মধ্য থেকেই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে ডাকসু নির্বাচনের ওপর গুরুত্ব দেন তিনি। এতে ভুঁইফোড় কেউ রাজনীতিতে ঢুকে পড়তে পারবে না বলে অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040