সংস্কার ও উন্মুক্তকরণের নীতি চালুর পর চীনে পরিবহন-ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটেছে
  2018-10-06 18:49:58  cri

অক্টোবর ৬: সংস্কার ও উন্মুক্তকরণের নীতি চালুর পর থেকে বিগত কয়েক দশকে চীনে পরিবহন-ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ-তথ্য জানায়।

প্রতিবেদন অনুসারে, ২০১৭ সালের শেষ নাগাদ চীনে রেলপথের মোট দৈর্ঘ্য ছিল ১ লাখ ২৭ হাজার কিলোমিটার। এর মধ্যে দ্রুতগতির রেলপথের দৈর্ঘ্য ২৫ হাজার কিলোমিটার, যা বিশ্বের মোট দ্রুতগতির রেলপথের ৬০ শতাংশের বেশি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, ২০১৭ সালের শেষ নাগাদ চীনে সড়কপথের দৈর্ঘ্য ছিল ৪৭ লাখ ৭০ হাজার কিলোমিটার। এর মধ্যে রাজপথের দৈর্ঘ্য ১ লাখ ৩৬ হাজার কিলোমিটার ছাড়িয়ে গেছে। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040