ছয় মাস মহাকাশে অবস্থানশেষে পৃথিবীতে ফিরলেন ৩ নভোচারী
  2018-10-06 16:14:38  cri

অক্টোবর ৬: আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ৬ মাসেরও বেশি সময় অবস্থানের পর, পৃথিবীতে ফিরেছেন তিন জন রুশ ও মার্কিন নভোচারী। গত বৃহস্পতিবার তাদেরকে নিয়ে রাশিয়ার সয়ুজ এমএস-০৮ নভোযান কাজাখস্তানে অবতরণ করে।

বর্তমানে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে অন্য তিন জন নভোচারী আছেন। আগামী ১১ অক্টোবর আরও কয়েকজন রুশ ও মার্কিন নভোচারী সয়ুজ এমএস-১০ নভোযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে যাবেন। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040