যুক্তরাষ্ট্রের '৩০১ ধারা' বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিবিরোধী: প্রতিবেদন
  2018-10-06 16:10:38  cri
অক্টোবর ৬: যুক্তরাষ্ট্রের '৩০১ ধারা' বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিবিরোধী এবং এই ধারার প্রয়োগ বৈশ্বিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। জেনিভাস্থ আন্তর্জাতিক সংস্থা 'সাউথ সেন্টার' সম্প্রতি এক প্রতিবেদনে এ-মন্তব্য করেছে।

৫০ পৃষ্ঠার এ-প্রতিবেদনের ৭টি অধ্যায়ে যুক্তরাষ্ট্রের '৩০১ ধারা'-র ইতিহাস, লক্ষ্য, ও বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থার ওপর এর প্রভাবসহ নানান দিকের ওপর আলোকপাত করা হয়েছে। সাউথ সেন্টারের নির্বাহী মহাপরিচালক কার্লোস মারিয়া করিয়া বলেন, এ-প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের '৩০১ ধারা'-কে অবৈধ বলে প্রমাণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র '৩০১ ধারা' অনুযায়ী যেসব তদন্ত চালায়, সেসব তদন্ত বিশ্ব বাণিজ্য সংস্থার মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ফলে, এমন তদন্তের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থার বিরুদ্ধে যায়।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যাপক বাণিজ্য-ঘাটতির মূল কারণ বাণিজ্য নয়, বরং দেশটিতে নিম্ন সঞ্চয় হার, মুদ্রা বিনিময় হার, ও মজুদ-মুদ্রা হিসেবে মার্কিন ডলারের দুর্বল অবস্থান। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040