চীনের জাতীয় দিবসে বিভিন্ন মনোজ্ঞ পরিবেশনা উপভোগ করছেন চীনারা
  2018-10-05 18:06:48  cri
অক্টোবর ৫: চীনের জাতীয় দিবসের ৭দিনের ছুটিতে গোটা চীনের বিভিন্ন জায়গায় মনোজ্ঞ পরিবেশনা উপভোগ করছেন চীনারা। বেইজিং অপেরা, নাটক, সিম্ফনি, শিশু নাটক ও ব্যালেসহ বিভিন্ন রকমের মনোজ্ঞ পরিবেশনা প্রদর্শিত হচ্ছে। এটি কেবল যে চীনা জনগণের বিনোদন খাতের চাহিদা পূরণ করছে তা নয়, এর মধ্য দিয়ে সাম্প্রতিক বছরগুলোতে চীনা পরিবেশনা বাজারের সমৃদ্ধিও তুলে ধরা হয়। আজকের সংবাদ পর্যালোচনায় আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

এবারের জাতীয় দিবসের ছুটিতে চীনের ন্যাশনাল আর্ট থিয়েটারে 'পারফরমেন্স সিজন' শুরু হয়। এর মধ্যে রয়েছে জাতীয় বেইজিং অপেরা প্রতিনিধিদল, নাটক প্রতিনিধিদল, সিম্ফনি প্রতিনিধিদল, শিশু নাটক প্রতিনিধিদল এবং কেন্দ্রীয় ব্যালে প্রতিনিধিদলসহ ১০টি পরিবেশনা ইউনিটের ২১টি কর্ম। চীনের সংস্কার ও পর্যটন মন্ত্রণালয়ের শিল্প বিভাগের উপ-মহাপরিচালক মিং ওয়েন চুন বলেন, এবারের পারফরমেন্স সিজনে চীনাদের বাস্তব জীবনের গুরুত্বারোপের বিষয় তুলে ধরা হয়। এছাড়া, এবার ৮০ইউয়ান টিকিটের নিচে কম দামের টিকিটের পরিমাণ মোট সংখ্যার ৫০ শতাংশ। এ সম্পর্কে তিনি বলেন,

'এবারের পারফরমেন্স সিজনের মূল প্রতিপাদ্য হচ্ছে 'চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালুর ৪০তম বার্ষিকী'। দর্শকেরা ন্যাশনাল আর্ট থিয়েটারের উন্নয়নের অগ্রগতিও ভাগাভাগি করতে পারেন। এবারের পরিবেশনা একটি কল্যাণকর প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে'।

'ছুয়ান ক্য' হচ্ছে এবারের পারফরমেন্স সিজনের ধারাবাহিক কর্মের মধ্যে অন্যতম। এতে জেলে লিয়াং হাই থাও ও জন্মস্থানের বাইরে কাজ করা মেয়ে লিন সিউ ইংয়ের গল্প বর্ণনা করা হয়। তাঁরা নিরলস প্রচেষ্টার মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করেন । এই নাটকের মধ্য দিয়ে চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালুর বিগত ৪০ বছরে চীনাদের জীবনযাপনের মান উন্নয়ন এবং ধারণার পরিবর্তনসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

পারফরমেন্স সিজন ছাড়াও, এবারের জাতীয় দিবসের ছুটিতে গোটা চীনে পরিবেশনা বাজারের উষ্ণতাও দেখা দেয়। পয়লা অক্টোবর সন্ধ্যায় 'রেড লেডি আর্মি' নামে ক্ল্যাসিকাল ব্যালে নৃত্য গণমহাভবনে প্রদর্শিত হয়। কেন্দ্রীয় ন্যাশনাল অর্কেস্ট্রার উদ্যোগে 'ইয়ৌ চিয়ান কুও ইউয়্যে' নামে বড় আকারের নাটক চীনের সি ছুয়ান প্রদেশের ছেং তু ও শা'ন সি প্রদেশের রাজধানী সি আনসহ বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়। গত ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনের কান সু থিয়েটারে স্থানীয় অধিবাসীদের বৈশিষ্ট্যসম্পন্ন জীবন সংক্রান্ত ৪টি নাটক প্রদর্শিত হয়। ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চীনের শান তুং প্রদেশের ছিং তাও শহরের 'অলিম্পিক জাহাজ' কেন্দ্রের সামুদ্রিক পরিবেশনা মঞ্চে সংশ্লিষ্ট মনোজ্ঞ পরিবেশনাও চলবে।

জাতীয় দিবসের ছুটিতে বিভিন্ন রকমের বৈশিষ্ট্যসম্পন্ন পরিবেশনা তত্পরতার মধ্য দিয়ে সাম্প্রতিক বছরগুলোতে চীনা পরিবেশনা বাজারের সমৃদ্ধি প্রতিফলিত হয়। চীনের পরিবেশনা সমিতির প্রকাশিত 'চীনা পরিবেশনা বাজার-সংক্রান্ত বার্ষিক রিপোর্ট--২০১৭'তে বলা হয়, গেল বছর চীনের পরিবেশনা বাজারে মোট আয় হয়েছে ৪৮.৯৫১ বিলিয়ন ইউয়ান। এর মধ্যে নাটক, অপেরা ও নৃত্য বাদ্যযন্ত্র নাটকের প্রবৃদ্ধির হার দ্রুত হয়েছে। বেইজিংয়ের উদাহরণ দিয়ে বলা হয়, গেল বছর পরিবেশনা বাজারে দর্শক সংখ্যা ছিলো ১ কোটি ৭ লাখ ৫০ হাজার, এর টিকিট বিক্রি হয়েছে ১৭০ কোটি ইউয়ান, যা উভয়েই নতুন রেকর্ড সৃষ্টি করেছে। চীনের কেন্দ্রীয় ফাইনান্স ইউনিভার্সিটির সংস্কৃতি ও অর্থনীতি বিষয়ক গবেষণালয়ের প্রধান ওয়েই ফেং চু বলেন,

'সাম্প্রতিক বছরগুলোতে চীনের পরিবেশনা বাজারে শ্রেষ্ঠ কর্ম অধিক থেকে অধিকতর বেশি হয়েছে। নিঃসন্দেহে এটি চীনা জনসাধারণের চাহিদার সঙ্গে জড়িত। জনগণের আয় বেড়েছে, মর্ম ও সাংস্কৃতিক খাতে বহুমুখী চাহিদাও বেড়ে গেছে। তাছাড়া, ইন্টারনেটে টিকিট সেবাও দ্রুত উন্নত হয়েছে।' (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040