নয়া চীন প্রতিষ্ঠার ৬৯তম বার্ষিকীতে বিদেশি শীর্ষনেতৃবৃন্দের অভিনন্দন
  2018-10-05 16:39:33  cri
অক্টোবর ৫: নয়া চীন প্রতিষ্ঠার ৬৯তম বার্ষিকীতে বিগত কয়েক দিনে বিদেশি শীর্ষনেতৃবৃন্দ ধারাবাহিক অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালুর বিগত ৪০ বছরে চীন যে বিশাল সাফল্য অর্জন করেছে, তার ভূয়সী প্রশংসা করেন তাঁরা। চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা গভীরতর করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেয়ার প্রত্যাশায় রয়েছেন তাঁরা।

মরক্কোর প্রধানমন্ত্রী সাদ এদ্দিনে ওথমানি বলেন, তাঁর দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিশাল অবদান রাখার জন্য চীনকে ধন্যবাদ জানান তিনি। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ করে মরক্কো। দু'পক্ষ 'এক অঞ্চল, এক পথ' কাঠামোতে উন্নয়নের কৌশল সুষ্ঠুভাবে সংযুক্ত করে অব্যাহতভাবে বাস্তব সহযোগিতা জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মরিশাসের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বার্লেন ভাপুরাই বলেন, চীন ও আফ্রিকার সহযোগিতামূলক কাঠামোতে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে, আরও ঘনিষ্ঠ মরিশাস-চীন এবং চীন ও আফ্রিকার অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কমিউনিটি গড়ে তুলতে মরিশাস আগ্রহী।

এছাড়া, রুয়ান্ডা, চিলি, সামোয়া, বেলারুশ, চেক প্রজাতন্ত্র, ইতালি, অস্ট্রিয়া ও জার্মানিসহ বিভিন্ন দেশের শীর্ষনেতৃবৃন্দও চীনের জাতীয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040