বাংলাদেশে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু
  2018-10-05 16:00:18  cri

অক্টোবর ৫: গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকায় উন্নয়ন মেলা বসেছে শেরে বাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থানটিতে।

দেশটির জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেলায় উপস্থিত ছিলেন।

মেলায় বলা হয়, বাংলাদেশের অবকাঠামো প্রতিষ্ঠা ও উন্নয়নের ক্ষেত্রে সড়ক ও সেতু অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অবকাঠামো প্রতিষ্ঠায় চীনা কোম্পানি সক্রিয়ভাবে কাজ করছে, যেমন চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড নির্মিত পদ্মা সেতু, চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন্স কোম্পানি লিমিটেড নির্মিত 'কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বহুলেন সড়ক টানেল নির্মাণ' ইত্যাদি। চীন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে শক্তিশালী সমর্থন দেয়। শুধু অর্থ নয়, উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা দিয়েও সহায়তা করে চীন। দেশের উন্নয়নের জন্য সড়ক ও সেতুর অনেক অগ্রগতি অর্জিত হয়েছে, এতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। (তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040