চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমালোচনা নিয়ে চীনা মুখপাত্রের বক্তব্য
  2018-10-05 15:23:00  cri
অক্টোবর ৫: মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গতকাল (বৃহস্পতিবার) এক থিঙ্ক ট্যাংকে ভাষণে বলেন, চীন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার ও মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপ করছে।

এ প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং বলেন, যুক্তরাষ্ট্রের এই আচরণের তীব্র বিরোধিতা করে চীন।

মুখপাত্র বলেন, চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক ব্যবস্থায় চীনা জনগণের উচ্চ পর্যায়ের আত্মবিশ্বাস রয়েছে। ইতিহাস ও বাস্তবতা থেকে ইতোমধ্যেই স্পষ্ট যে, এটি চীনের বাস্তব অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং দেশের সমৃদ্ধি ও জনগণের সুখী জীবন বাস্তবায়নের সফল পথ। এই ব্যাপারে কথা বলার অধিকার পুরোপুরি চীনাদের। চীনের উন্নয়ন প্রধানত নির্ভর করে সকল চীনাদের নিরলস প্রচেষ্টার ওপর, এটি বিশ্বের বিভিন্ন দেশের পারস্পরিক কল্যাণকর সহযোগিতার সুফলও। চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক পথে এগিয়ে যাওয়ার ব্যাপারে কেউ বাধা দিতে পারে না। বাস্তবতা উপেক্ষা করে যে কোনো অপচেষ্টা চালাতে চাইলে, তা নিষ্ফল হবে।

তিনি জোর দিয়ে বলেন, চীন সবসময় শান্তি ও উন্নয়ন পথে অবিচল থাকে। শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতির ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ককে এগিয়ে নিতে প্রচেষ্টা চালিয়ে যাবে বেইজিং। চীন সবসময় বিশ্ব শান্তির প্রবক্তা, বৈশ্বিক উন্নয়নের পক্ষশক্তি এবং আন্তর্জাতিক শৃঙ্খলার রক্ষক।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040