জাতীয় দিবসের ছুটিতে সেবা ও গুণগত মানের ওপর চীনাদের গুরুত্বারোপ
  2018-10-04 18:05:15  cri
অক্টোবর ৪: এ বছরের জাতীয় দিবসের ছুটিতে চীনে গাড়ি ভাড়া করে ভ্রমণ করা এবং বিদেশে ঘুরে বেড়ানো বেশ জনপ্রিয় বলে মনে করা হয়। অনেক ভোক্তা সাংবাদিকদের জানান, তারা সেবা ও গুণগত মানের ওপর গুরুত্ব দেন। অর্থাত্ এই ক্ষেত্রে ব্যয় করতে আগ্রহী তারা। আজকের সংবাদ পর্যালোচনায় আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

গাড়ি ভাড়া করে ভ্রমণ করাকে অধিক থেকে অধিকতর চীনারা পছন্দ করেন। জাতীয় দিবসের ৭দিনের ছুটিতে চীনের ছুং ছিং শহরের ওয়াং সাহেব এই সিদ্ধান্ত নিয়েছেন যে, তাঁরা গাড়ি ভাড়া করে সি ছুয়ান প্রদেশে যাবে। তিনি স্থানীয় এক গাড়ি ভাড়ার কোম্পানিতে গাড়ি বুক করেন। এ সম্পর্কে তিনি বলেন

'এবারের জাতীয় দিবসের সাত দিনের ছুটি বাইরে যাবার জন্য যথেষ্ট, আরেকটি সুবিধাজনক বিষয় হচ্ছে হাইওয়ে পরিবহণ ফি একদম ফ্রি। সুতরাং, আমি জাতীয় দিবসের ছুটির আগে কোম্পানিতে গাড়ি বুক করেছি'।

জানা গেছে, জাতীয় দিবসের আগে, ছুং ছিং শহরের কিছু কিছু ভাড়া গাড়ি কোম্পানিতে গাড়ি বুকিংয়ের পরিমাণ ইতোমধ্যেই ৯৫ শতাংশ হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, জাতীয় দিবস ঠিক চীনের শরত্কালের শুরুর দিকে রয়েছে, আবহাওয়া বেশ আরামদায়ক। এই সময় অনেক চীনা বাইরে ভ্রমণ করেন এবং আত্মীয়স্বজনকে দেখতে জন্মস্থানে যান। আরেকটি কথা, জাতীয় দিবসের ছুটিতে অনেক বিয়ের অনুষ্ঠানও হয়। সুতরাং, ভাড়া গাড়ি বাজারে বেশ উষ্ণ পরিবেশ বিরাজ করে।

এবারের জাতীয় দিবসের ৭দিন ছুটিতে বিদেশে ভ্রমণ করাও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। চীনের পর্যটন অনলাইন 'সিয়ে ছেং' নামক কোম্পানির পরিসংখ্যান থেকে জানা গেছে, এবারের ছুটিতে বিদেশে চীনা পর্যটকের সংখ্যা ৭০ লাখেরও বেশি। এটি সারা বছর বিদেশ ভ্রমণকারী চীনা পর্যটকের মোট সংখ্যার ৫ শতাংশ। জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, রাশিয়া ও হংকং হচ্ছে এবারের জাতীয় দিবসের জনপ্রিয় পর্যটন স্থান।

বর্তমানে গুণগতমান ও উপভোগ করাসহ বিভিন্ন 'হট' শব্দ ঘনিষ্ঠভাবে চীনা জনসাধারণের জীবনে দেখা দেয়। অনেক ভোক্তা সাংবাদিকদের জানান, তারা সুসংহত পরিবেশ ও উচ্চ পর্যায়ের গুণগত মান খাতে ব্যয় করতে আগ্রহী। এই সম্পর্কে রাস্তার অধিবাসীদের সাক্ষাত্কার নিয়েছেন সাংবাদিকরা। তারা বলেন, তারা ভাল গুণগত মানের সুপারমার্কেটে জিনিস কিনতে চান। তারা বিখ্যাত সিনেমা হলে সিনেমা দেখতে যান। বৈজ্ঞানিক পণ্য কিনতে চান। যেমন এক ব্লুটুথ হেডসেট, পছন্দ হলে ১ হাজার ৬ শতাধিক ইউয়ান ব্যয় হয়।

এক পরিসংখ্যান থেকে জানা গেছে, এ বছরের প্রথমার্ধে চীনে সিনেমা হলের টিকিট বিক্রি হয়েছে ৩২ বিলিয়ন ইউয়ান, দর্শকদের সংখ্যা ৯০ কোটি ছাড়িয়েছে। গোটা চীনে অনলাইনে খুচরা বিক্রয় মূলের প্রবৃদ্ধির হার ৩০ শতাংশ। গোটা চীনে সামাজিক খুচরা বিক্রয় মূলের মোট পরিমাণ ১৮ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। সামষ্টিক ভোক্তা কাঠামো থেকে দেখা যায় যে, পর্যটন, সংস্কৃতি, ক্রীড়া, পেনশনস বিভিন্ন সেবাগত ভোক্তার ব্যয় মোট ব্যয়ের ৪০ শতাংশ বেশি।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর চীনা অর্থনীতি তত্ত্বাবধান কেন্দ্রের উপ-মহাপরিচালক ফান চিয়ান ছেং বলেন, ভোগ করা ইতোমধ্যেই চীনা অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রথম শক্তিশালী বিষয়। চীনা ভোক্তাদের ক্রয়-বিক্রয়ের চাহিদা ইতোমধ্যেই পরিমাণ থেকে গুণগত মানের উন্নয়নে পরিণত হয়েছে। চীনা ভোক্তাদের কাঠামো উন্নয়নের গতি আরও দ্রুততর হবে বলে তিনি মন্তব্য করেন। এ সম্পর্কে তিনি বলেন

'ভোক্তা বাজার থেকে দেখা যায়, কাঠামোর পরিবর্তন প্রবণতা কখনোই থেমে ছিল না। এমন কি, এটি আরও দ্রুত গতির প্রক্রিয়ায় চলে আসছে। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040