জনগণের বিশ্বাস দেশের শক্তি
  2018-10-04 15:24:34  cri
অক্টোবর ৪: এই সপ্তাহ চীনে জাতীয় দিবসের ৭দিনের ছুটি। চীনারা বিভিন্ন জায়গায় শহর, গ্রাম ও বিখ্যাত পর্যটন এলাকায় জাতীয় দিবসের উত্সবমুখর পরিবেশে সময় কাটান।

কর্তৃপক্ষের পরিসংখ্যান থেকে জানা গেছে, শুধু পয়লা অক্টোবর চীনে বিভিন্ন জায়গায় পর্যটকের সংখ্যা ১২.২ কোটি, পর্যটন আয় ১০৩ বিলিয়ন ইউয়ান, যা গতবছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেশি। এই সংখ্যা সম্প্রতি তথাকথিত 'চীনা ভোক্তাদের মান কমে যাওয়া' শীর্ষক বক্তব্যের বিরুদ্ধে তীব্র আঘাত হেনেছে।

বৈশ্বিক অর্থনীতির অস্থিতিশীলতাসহ বিভিন্ন ফ্যাক্টরের প্রভাবে সম্প্রতি চীনে অর্থনীতির স্থিতিশীল চলাচলে সংকট দেখা দিয়েছিল। তবে চীনের উন্নয়ন সবসময় 'সংকট থেকে এগিয়ে যাওয়া' প্রক্রিয়ায় চলে আসছে। এ থেকে স্পষ্ট যে, চীনা জনগণের ভোক্তার মানও ব্যতিক্রম নয়। এর মধ্য দিয়ে নিজের ও দেশের প্রতি চীনা জনগণের আস্থা ও বিশ্বাস তুলে ধরা হয়।

চীনা শীর্ষনেতারা মনে করেন, জনগণের বিশ্বাস থাকলে দেশের শক্তি ও জাতির আশা-আকাঙ্ক্ষা থাকবে। এটি বিভিন্ন সংকট, চ্যালেঞ্জ মোকাবিলা এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জনে চীনের বিশাল সুবিধাজনক বিষয়। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040