সুরের ধারায়---সংগীতের সান্তনা
  2018-10-25 14:19:10  cri



প্রতিটি মানুষ ভাবে তার প্রেম হবে দারুণ রোমান্টিক! তার সম্পর্ক সুষ্ঠুভাবে চলবে এবং সুখী জীবন-যাপন করবে। তবে বাস্তবতা হলো, জীবনে বিভিন্ন ধরনের সমস্যা হয়, আশা পূরণ করা সত্যিই অসম্ভব। প্রেমে পড়া প্রতিটি মানুষ দুঃখের সময় কাটায়। বন্ধু বা আত্মীয়স্বজন আপনাকে সান্ত্বনা দেয়, তা ছাড়া গানের মাধ্যমেও সান্ত্বনা পাওয়া যায়! বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা শুনবো এমন কিছু গান, যা প্রেমে দুঃখের সময় আপনাকে সান্ত্বনা দেবে।

আপনার কি এমন সময় এসেছিল? ছেলে বা মেয়ে বন্ধুর সঙ্গে ঝগড়া করে দূরে সরে যাওয়ার পর তার কথা ভেবে মন খারাপ হয়েছিল? তার কথা ভোলা যায় না! চীনা গান 'তোমাকে মিস করি'তে এমন কথাই বলা হয়েছে। গানের কথা বলা হয়: তুমি চলে গেলেও সবসময়ে আমার মনে থাকো। তোমাকে মিস করা আমার রোগে পরিণত হয়েছে। আমি জানি তা ঠিক নয়, কিন্তু তোমাকে মিস করি সবসময়। বন্ধুরা, এখন গানটি শুনি।গান ১

দুই জনের প্রথম দেখা, তারপর ভালোবাসা ও বিয়ে। এরপর সারাজীবন একসঙ্গে থাকা! দারুণ রোমান্টিক ব্যাপার, তাইনা! তবে বিভিন্ন কারণে অনেকেই কিন্তু জীবনের শেষ পর্যন্ত একসঙ্গে থাকতে পারে না। একটি চীনা গানে বলা হয়: কত পরিতাপের বিষয় যে তুমি আমার সঙ্গে শেষ পর্যন্ত গেলে না। আমরা একসঙ্গে গিয়েছি, তবে মাঝপথে হারিয়ে গিয়েছি।

এখন আমরা শুনবো খুবই জনপ্রিয় ও বিখ্যাত একটি গান। গানের নাম 'সে আমার কনসার্ট শুনতে এসেছে'। গেয়েছেন চীনের হংকংয়ের বিখ্যাত গায়ক চাং সিয়ু ইয়ো। এই গানে একটি মেয়ের প্রেমের গল্প বলা হয়েছে। মেয়েটি কনসার্টে যায়, প্রতিটি কনসার্ট তার প্রেমের স্মৃতি! এই কনসার্ট যেন তার জীবনের বিভিন্ন পর্যায়ের প্রতীক। গানের মেয়েটি আসলে কনসার্টে অংশ নেওয়া প্রতিটি মানুষ!

কখনো কখনো দু'জনের মাঝে ঝগড়া হয়, মনোমালিন্য হয়। এতে দু'জনের সম্পর্ক ঢিল হতে থাকে। অন্যের কথা ও আচরণকে গুরুত্ব না দিলে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব ঘটে। শান্ত মনে ভাবলে বোঝা যায়, এটা আসলে বড় কোনো ব্যাপার ছিল না!

প্রেমে ছোট-বড় সমস্যা হবে। কখনো কখনো চেষ্টা করলেও ভালো ফলাফল পাওয়া যাবে না। কেউ বলে, 'let nature take its course'... এটিই প্রেমের সবচেয়ে ভালো অবস্থা।

বন্ধুরা, এখন চীনা গান 'let nature take its course' শুনবো।

কারও কারও জীবনে প্রেম হারিয়ে যায়। অনেকের মনে তা তীব্র আঘাত দেয়। তবে, অন্যদিক থেকে দেখে তা একেবারে খারাপ ব্যাপারও নয়। চীনা গান 'happy breakup'-এ বলা হয়: wish you a happy breakup, ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে বিদায় নেওয়া ভালো। কেউ তোমার খুশি ছিনিয়ে নিতে পারবে না। আত্মবিশ্বাস নিয়ে সুখী জীবন কাটাও।

যারা অবিবাহিত রয়ে যান, তারা কি সবাই প্রেমে ব্যর্থ? কে বলেছে তাদের জীবনে প্রেমের গান নেই? চীনা গান 'অবিবাহিত লোকের প্রেমের গানে' অবিবাহিত লোকের মনের কথা বল হয়েছে। এতে বলা হয়েছে, আমি ভালোবাসা ধরতে পারি না, অনেক চেষ্টার পর ব্যর্থ হয়ে অবিবাহিত থাকি। তবে ভালোবাসার জন্য আরো চেষ্টা করবো। আমি প্রেমের গান গাই, কে আমার সঙ্গে গান গাইতে চায়?

আশা করি, প্রেমে ব্যর্থতার সময় সংগীত আপনাকে সান্ত্বনা দেবে।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040