সুরের ধারায়--চীনা গায়ক চাং চিয়ে
  2018-10-25 14:19:10  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় একজন গায়ক চাং চিয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি তার বৈশিষ্ট্যময় ও শক্তিশালী কণ্ঠের জন্য সবার কাছে পরিচিত। আজকের অনুষ্ঠানে আমরা চাং চিয়ের কিছু সুন্দর গান শুনবো।

চাং চিয়ে ১৯৮২ সালে চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু শহরের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। ছোট থেকে তিনি তার দাদার প্রভাবে সংগীতের প্রতি অনেক আগ্রহী হয়ে ওঠেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বারে গান গাইতে শুরু করেন। তখনই একজন পেশাদার গায়ক হওয়ার সম্ভাবনা তৈরি হন।

২০০৪ সালে চাং চিয়ে চীনের শাংহাই টিভি স্টেশন আয়োজিত একটি ট্যালেন্ট শোতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় তার রচিত গান 'তারার ভালোবাসা' বিচারকদের প্রশংসা পায় এবং তিনি চ্যাম্পিয়ন হয়। এরপর তিনি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন এবং পেশাদার গায়ক হিসেবে পথচলা শুরু করেন।

২০০৫ সালে চাং চিয়ে তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। চীনের পাশাপাশি অ্যালবামটি মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও প্রকাশিত হয়েছে এবং বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই অ্যালবামের মাধ্যমে লোকেরা চাং চিয়ের সুন্দর কণ্ঠের সঙ্গে পরিচিত হয়। তিনিও সেই বছরের শ্রেষ্ঠ নতুন গায়কসহ অনেক পুরস্কার পেয়েছেন। বন্ধুরা, এখন শুনুন অ্যালবামের একটি সুন্দর গান 'তুমি আমার সব কিছু'।

অনেকে চাং চিয়ের সংগীত প্রতিভা স্বীকার করলেও তিনি খুব বেশি জনপ্রিয় হয়ে ওঠেননি। সংগীত কোম্পানির সঙ্গে মতভেদের জন্য তিনি মামলায় পড়েন এবং এক সময় কোনো কাজ বা পারফরমেন্সের সুযোগ হারিয়ে ফেলেন। সবার সামনে আবার গান গাওয়ার জন্য ২০০৭ সালে চাং চিয়ে এক সাধারণ লোক হিসেবে একটি সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অনেক বিতর্ক হলেও সংগীতের প্রতি তার উৎসাহ ও ভালোবাসা সবাইকে মুগ্ধ করেছে, দর্শকরাও চাং চিয়ে'র সুন্দর কণ্ঠ মনে রেখেছে।

প্রতিযোগিতা শেষ হওয়ার পর চাং চিয়ে তার নতুন সংগীত জীবন শুরু করেন। তার জন্য সংগীত যেন সূর্যের মতো তাকে সামনে যাওয়ার শক্তি ও আশা দেয়। তাই তিনি গান 'সবচেয়ে সুন্দর সূর্য' প্রকাশ করেন, যারা তাকে সমর্থন দিয়েছে তাদেরকে কৃতজ্ঞতা জানান এবং আশা করেন দুঃখের সময় গান সবাইকে শক্তি দেবে। বন্ধুরা, এখন 'সবচেয়ে সুন্দর সূর্য' গানটি শুনবো।

 

এবার চাং চিয়ের একটি সুন্দর গান শুনুন। 'এটাই ভালোবাসা' গানে তার কণ্ঠের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে এবং ভালোবাসার শক্তি ফুটে উঠেছে। বন্ধুরা, এখন এই সুন্দর গানটি শুনবো।

সংগীতের প্রতি চাং চিয়ের বিশেষ আকর্ষণ আছে, আর গান গাওয়া তার স্বপ্ন। তাই নিজের স্বপ্ন পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সবসময় গানের মাধ্যমে স্বপ্নের পথে এগিয়ে যাওয়াকে সমর্থন করেন এবং শক্তি দেন।

এবার আমরা শুনবো 'তারকাময় আকাশের দিকে তাকিয়ে'। গানের কথায় বলা হয়, শুধু তুমি নিজকে বিশ্বাস করলে, সাহস নিয়ে চেষ্টা করলে আবিষ্কার করতে পারবে যে, স্বপ্ন বেশি দূরে নয়!

কেউ বলেন, চাং চিয়ের বেশি গল্প নেই, তবে তার কণ্ঠ ও গানে যথেষ্ট গল্পের অনুভূতি আছে। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা চাং চিয়ের আরো একটি সুন্দর চীনা বৈশিষ্ট্যময় গান 'শোনা' শুনবো। আশা করি তার গান আপনারাও উপভোগ করতে পারবেন।

 (তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040