সুরের ধারায়---চীনা গায়িকা ফান ওয়েই ছি
  2018-10-25 14:19:10  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের জনপ্রিয় গায়িকা ও উপস্থাপিকা ফান ওয়েই ছি'র সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তার গান সবসময় মানুষের মনে উষ্ণতা ছড়ায় ও শক্তি যোগায়। আজকের অনুষ্ঠানে আমরা ফান ওয়েই ছি'র কিছু সুন্দর গান শুনবো।

ফান ওয়েই ছি ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। ছয় বছর বয়সে তিনি তাইওয়ানে ফিরে এসে স্কুল-জীবন শুরু করেন। ছোটবেলায় ফান ওয়েই ছি গান গাইতে অনেক আগ্রহী ছিলেন। তবে তার পরিবার থেকে তিনি কোনো সমর্থন পাননি। বিশ্ববিদ্যালয়ে ফান ওয়েই ছি অর্থনীতি নিয়ে পড়াশোনা করলেও সংগীতের প্রতি টান থাকায় তিনি বিশ্ববিদ্যালয় ত্যাগ করে গায়িকা হওয়ার সিদ্ধান্ত নেন।

১৯৯৯ সালে ফান ওয়েই ছি তাইওয়ানের একটি বিখ্যাত সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তার সংগীত জীবন শুরু করেন।

এক বছর প্রশিক্ষণের পর ফান ওয়েই ছি তার প্রথম অ্যালবাম "আমার বিশ্ব" প্রকাশ করেন। তিনি বয়সে তরুণ হলেও তার কণ্ঠ ছিলো বেশ পরিপক্ব! এই অ্যালবামটি ফান ওয়েই ছি'র সফল আত্মপ্রকাশ। তিনি সে বছর তাইওয়ানের শ্রেষ্ঠ নতুন গায়িকার পুরস্কার পান।

গান গাওয়ার পাশাপাশি ফান ওয়েই ছি অনেক টিভি সিরিজে অভিনয় করেছেন। তার অভিনয় প্রতিভা দর্শকের স্বীকৃতি পায়। বন্ধুরা, এখন শুনুন ফান ওয়েই ছি রচিত গান 'যাত্রা শুরু করা'। এটি টিভি সিরিজের থিম সং হলেও তার নিজের মনের কথা প্রকাশিত হয়েছে। গানে বলা হয়: গান গাওয়া বা অভিনয় করা- তার জীবনের নতুন যাত্রা। সামনে কী আছে, কিছুই জানা নেই। তবে যথেষ্ট ভালোবাসা ও উত্সাহ মনে থাকলে কোনো ভয় নেই।

২০০৪ সালে ফান ওয়েই ছি তার চতুর্থ অ্যালবাম 'প্রারম্ভিক স্বপ্ন' প্রকাশ করেন। অ্যালবামের থিম সং 'প্রারম্ভিক স্বপ্ন' প্রকাশের পরপরই জনপ্রিয় হয়ে ওঠে এবং এখন পর্যন্ত তা বেশ জনপ্রিয়। 'প্রারম্ভিক স্বপ্ন' গানটি জাপানের বিখ্যাত গায়িকার গান 'রৌপ্য ড্রাগনের পিছনে চড়ে' গানের চীনা ভাষার সংস্করণ। প্রতিটি মানুষের স্বপ্ন অনুসরণের পথে বাধা আসে। বিমর্ষতা ঘিরে ধরে। প্রশ্ন জাগে, 'এই পথে অবিচল থাকা যাবে?' এই গানের কথায় বলা হয়: প্রারম্ভিক স্বপ্নের হাত ধরে যেতে হবে সবচেয়ে দুর্গম স্থানে। মাঝপথে সব ত্যাগ করা যায়?  গানটি হচ্ছে অনেক হতাশাগ্রস্তের উত্সাহ ও শক্তি।

ফান ওয়েই ছি'র গান সবসময় কিন্তু শক্তিশালী বা উত্সাহপূর্ণ নয়। জীবন সম্পর্কে তার নিজস্ব দার্শনিক চিন্তাও রয়েছে। কখনও কখনও ভুল-সঠিক নির্ণয় করা যায় না। নিজের মতো কাজ করে যেতে হয়, একদিন সময় বলে দেবে সবকিছু।  বন্ধুরা, এখন ফান ওয়েই ছি'র গান yes-no question শুনবো।

ফান ওয়েই ছি'র অনেক গানে মেয়েদের বন্ধুত্বের কথা বলা হয়েছে। বন্ধুর সমর্থন ও সান্ত্বনার কথা বলা হয়েছে। এ সময় অনেক মূল্যবান!

বন্ধুরা, পরের গানের নাম 'একজন গরমকালের মতো, অন্যজন শরত্কালের মতো'। গানে দু'টি মানুষের বন্ধুত্ব ফুটে উঠেছে।

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা ফান ওয়েই ছি'র আরো একটি সুন্দর গান 'আমাদের স্মরণীয় দিন' শুনবো। আশা করি আপনিও গানের কথার মতো আন্তরিকভাবে জীবনের প্রতিটি মূল্যবান মুহূর্ত স্মরণ করবেন।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040