ইরানের সঙ্গে ১৯৫৫ সালে স্বাক্ষরিত মৈত্রী চুক্তি বন্ধ করেছে যুক্তরাষ্ট্র
  2018-10-04 14:40:47  cri
অক্টোবর ৪: ১৯৫৫ সালে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত মৈত্রী চুক্তি বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল (বুধবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ কথা জানান।

এদিন তিনি মার্কিন পররাষ্ট্র দফতরে সংবাদমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের উচিত ছিলো আরও আগে এই চুক্তি থেকে সরে যাওয়া। তিনি বলেন, আন্তর্জাতিক আদালতে ইরানের আচরণ বেশ হাস্যকর।

একদিন আগে ১৯৫৫ সালের মৈত্রী চুক্তি লঙ্ঘন করায় হেগের আন্তর্জাতিক আদালতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে মামলা দায়ের করে ইরান, তার রায় ঘোষণা করে আদালত। সেই সঙ্গে, ইরানের মানবিক ত্রাণ-সামগ্রী এবং বেসামরিক বিমান পরিবহণ নিরাপত্তা-সংক্রান্ত পণ্য ও সেবার ওপর যে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অবিলম্বে তা তুলে নেওয়ার আদেশ দেয় আন্তর্জাতিক আদালত।

উল্লেখ্য, এ বছরের মে মাসে ইরানের পরমাণু ইস্যু-সংক্রান্ত সার্বিক চুক্তি থেকে সরে যাওয়া এবং ইরানের বিরুদ্ধে পুনরায় ধারাবাহিক অবরোধ আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে ১৯৫৫ সালে দেশ দু'টির স্বাক্ষরিত মৈত্রী চুক্তি লঙ্ঘনের কারণে জুলাই মাসে আন্তর্জাতিক আদালতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে ইরান। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040