চীনের জাতীয় দিবসের ছুটিতে বিদেশি বন্ধুদের সুন্দর জীবন
  2018-10-03 17:20:37  cri
অক্টোবর ৩: সাম্প্রতিক বছরগুলোতে চীনের উন্মুক্তকরণের গতি অব্যাহতভাবে দ্রুততর হওয়ার সঙ্গে সঙ্গে অধিক থেকে অধিকতর বিদেশি বন্ধুরা চীনে লেখাপড়া ও কাজ করতে আসছেন। চীনের জাতীয় দিবস উপলক্ষ্যে তারাও এই ছুটির সুন্দর সময় কাটিয়েছেন। আজকের সংবাদ পর্যালোচনায় আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১৭ সালের শেষ নাগাদ, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ৫ লাখ বিদেশি ছাত্রছাত্রী চীনের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সংখ্যা-সংক্রান্ত প্রবৃদ্ধির হার পরপর দ্বিতীয় বছরের মতো ১০ শতাংশ বজায় রেখেছে। চীন ইতোমধ্যেই এশিয়ার সর্বোচ্চ অধ্যয়নরত দেশ। কানাডার 'চিয়া পো' নামে ছাত্র হচ্ছে এই ৫ লাখ বিদেশি ছাত্রছাত্রীদের মধ্যে অন্যতম একজন। এ বছর হচ্ছে তাঁর চীনে লেখাপড়ার দ্বিতীয় বর্ষ। এবারের জাতীয় দিবসের ছুটিতে তিনি কানাডা থেকে আসা বন্ধুদের সঙ্গে চীনের শান তুং প্রদেশে যাত্রা শুরু করেন। এ সম্পর্কে তিনি বলেন

'আমি মনে করি জাতীয় দিবসের ছুটিতে বেইজিংয়ে একটু ভিড় হয়। তাই আমি বেইজিংয়ের বাইরে যেতে চাই। এবার আমি বেইজিংকে বিদায় জানিয়ে বাইরে যাই। গেল বছর আমি চীনের অনেক জায়গা ভ্রমণ করেছি। যেমন, চীনের শা'ন সি প্রদেশের রাজধানী সি আন, সি ছুয়ান প্রদেশের রাজধানী ছেং তু এবং চীনের কুয়াং সি জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নান নিং প্রভৃতি। চীনের শান তুং প্রদেশে আমি কখনো যাইনি। শুনেছি, এ প্রদেশ অনেক ভাল! সুতরাং, এবার জাতীয় দিবসের ছুটিতে আমি আমার কানাডা থেকে আসা বন্ধুদের সঙ্গে শান তুংয়ে যাবো'।

রোমানিয়ার 'তান না' ছাত্রী চীনে এইমাত্র এসেছেন। তিনি বেইজিংয়ে ঘুড়ে বেড়াবেন। এ সম্পর্কে তিনি বলেন,

'ইউরোপে জাতীয় দিবসের টান এতো জাঁকজমকপূর্ণভাবে উপলব্ধি করতে পারি না। বেইজিংয়ে এবার জাতীয় দিবসের সুন্দর সময় কাটানোর ব্যাপারে আমি মুগ্ধ। যেখান ভিড় হয়, আমি ওখানে যাবো না। আমি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য জায়গায় যাবো'।

জাতীয় দিবসের ছুটিতে উজবেকিস্তানের ছাত্র ওয়াং ছিয়াং বেইজিংয়ের রাজপ্রাসাদ যাদুঘর ও স্বর্গীয় মন্দিরসহ বিখ্যাত ঐতিহাসিক জায়গায় গিয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন

'আমার মনে হয়, চীনাদের সঙ্গে এই জাতীয় দিবসের সুন্দ সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে আমি চীনের রীতি-নীতি, চীনের ঐতিহ্য এবং চীনের সংস্কৃতিকে উপলব্ধি করতে সক্ষম'।

সাম্প্রতিক বছরগুলোতে, চীনের উন্মুক্তকরণ ও সহনশীল পরিবেশ এবং অধিক থেকে অধিকতর শক্তিশালী আন্তর্জাতিক প্রভাবের কারণে অনেকে বিদেশিরা চীনে কাজ করতে পছন্দ করেন। লাওসের ফেতস্যামোনে ইতোমধ্যেই চীনে তিন বছর কাজ করেছেন। এ সম্পর্কে তিনি বলেন,

'প্রতিবছর চীনের জাতীয় দিবসের উল্লাসময় পরিবেশ বেশ গভীর। রাস্তার দুই পাশে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও অফিসের বাইরে বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়। গোটা শহরে উত্সবমুখর পরিবেশ বিরাজ করে। অনেক পর্যটক ছবি তুলতে থাকেন। এবারের জাতীয় দিবসের ছুটিতে আমি বেইজিংয়ে থাকি। পরিবহন খাত থেকে সুবিধাজনক জায়গায় যাবো আমি । যেমন থিয়ান আন মেন মহাচত্বর, ওয়াং ফু চিং বড় রাস্তা এবং কিছু কিছু পার্ক প্রভৃতি।

তিনি জোর দিয়ে বলেন, জাতীয় দিবসের মাধ্যমে চীনে থাকা বিদেশিরা খুব কাছ থেকে চীনা ঐতিহ্যবাহী দিবসের অনুভব উপলব্ধি করতে পারেন। জাতীয় দিবস ইতোমধ্যেই বিশ্বকে বহুমুখী দৃষ্টান্ত থেকে চীনা সংস্কৃতি তুলে ধরার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040