স্বতন্ত্র নব্যতাপ্রবর্তন হচ্ছে চীনের অবিরাম উন্নয়নের সর্বোচ্চ চালিকাশক্তি
  2018-10-03 16:23:24  cri

অক্টোবর ৩: 'যদি একদিনে নব্যতাপ্রবর্তন থাকতে পারে,তাহলে প্রতিদিন নব্যতাপ্রবর্তন বজায় রাখা উচিত। তারপরও নব্যতাপ্রবর্তনকে আরও সামনে এগিয়ে নিতে হবে'। নব্যতাপ্রবর্তন সম্পর্কিত আলোচনায় চীনা শীর্ষনেতৃবৃন্দ এই কথা বেশি ব্যবহার করেন। এ থেকে স্পষ্ট যে, স্বতন্ত্র নব্যতাপ্রবর্তন সবসময় চীনা জাতির সবচেয়ে স্পষ্ট প্রতিভা বা গুণ। একে অগ্রগতি অর্জনে চীনাদের চেতনাগত উত্স এবং চীনের অবিরাম উন্নয়নের সর্বোচ্চ চালিকাশক্তি বলে অভিহিত করা হয়।

চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালুর বিগত ৪০ বছর বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে নব্যতাপ্রবর্তন উন্নয়ন এবং নব্যতাপ্রবর্তন আকারের রাষ্ট্র কৌশলের নেতৃত্বে চীনাদের নব্যতাপ্রবর্তন সামর্থ্য আরও তেজীয়ান হয়ে উঠেছে। ২০১৭ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বৈজ্ঞানিক অগ্রগতির অবদানের হার ৫৭.৫ শতাংশ, যা ২০২০ সালের নির্ধারিত লক্ষ্যের ৬০ শতাংশ। পেটেন্ট আবেদনকারীর সংখ্যা ১৩ লাখ ৮২ হাজার, যা পরপরই সপ্তম বছরের মতো বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। গবেষণা খাতে ১.৭৫ ট্রিলিয়ন ইউয়ান ব্যয় করা হয়, যা জিডিপি'র ২.১২ শতাংশ। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040