'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব বৈশ্বিক ব্যবস্থাপনারূপ অনুসন্ধানের নতুন প্ল্যাটফর্ম: বিদেশি জনমত
  2018-10-03 15:38:02  cri
অক্টোবর ৩: ২০১৩ সালের ৩ অক্টোবর ইন্দোনেশিয়ায় সম্মিলিতভাবে ২১ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ প্রস্তাব উত্থাপন করেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। একই বছরের সেপ্টেম্বরে তিনি কাজাখস্তানে সম্মিলিতভাবে রেশমপথ-সংক্রান্ত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব উত্থাপন করেন। সম্প্রতি আন্তর্জাতিক সংস্থার প্রধানরা এবং বহু বিদেশি রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা বলেছেন যে, 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব বিভিন্ন দেশের উন্নয়নের যৌথ আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিগত পাঁচ বছরে যা ইতোমধ্যেই বৈশ্বিক ব্যবস্থাপনারূপ অনুসন্ধানের নতুন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস বলেন, 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব কেবল অর্থনৈতিক সহযোগিতার সঙ্গেই জড়িত নয়, তা অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নরূপ উন্নয়ন করবে এবং দেশ ব্যবস্থাপনা ও বৈশ্বিক ব্যবস্থাপনাকে এগিয়ে নিয়ে যাবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন থেকে সবেমাত্র অবসর নেয়া প্রেসিডেন্ট মিরোস্ল্যাভ লাজক্যাক বলেন, 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব বহুপক্ষবাদের চেতনা ও মূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জানান, তাঁর দেশ 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবকে দৃঢ়ভাবে সমর্থন করে। কারণ, এই প্রস্তাব বিভিন্ন দেশের যৌথ উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040