শরণার্থী ইস্যু নিয়ে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধির বক্তব্য
  2018-10-03 15:09:51  cri
অক্টোবর ৩: জাতিসংঘের জেনিভা কার্যালয় ও সুইজারল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধি ইয়ু চিয়ান হুয়া গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ শরণার্থী কার্যনির্বাহী কমিটির ৬৯তম অধিবেশনে বক্তব্য দিয়েছেন। বক্তব্যে শরণার্থী ইস্যুতে চীনের অবস্থান তুলে ধরেন তিনি।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক শরণার্থী পরিস্থিতি আরও কঠোর হয়ে উঠেছে। বিশ্বের সংখ্যাগরিষ্ঠ শরণার্থী গ্রহণ করেছে উন্নয়নশীল দেশসমূহ। সেই সঙ্গে, শরণার্থী থেকে সৃষ্ট ভারী সামাজিক ও অর্থনৈতিক চাপও বহন করেছে তারা। শরণার্থী সংকট নিষ্পত্তিতে আন্তর্জাতিক সমাজের উচিত ঐক্যবদ্ধ থাকা এবং মতৈক্যে পৌঁছানো।

বৈশ্বিক শরণার্থী ইস্যু মোকাবিলা সম্পর্কিত আলোচনায় তিনটি বিষয় তুলে ধরেন তিনি। এক, বহুপাক্ষিক কাঠামোতে শরণার্থীসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা। জাতিসংঘকে কেন্দ্র করে বহুপাক্ষিক ব্যবস্থার মর্যাদা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব সম্মান করা। দুই, শরণার্থী ইস্যু নিষ্পত্তিতে 'মূল কারণ ও উপসর্গ--দুটোই দূর করা' এই ধারণা মেনে চলা। তিন, বাস্তব ও নিরপেক্ষ নীতিতে শরণার্থী ইস্যু ভালভাবে মোকাবিলা করা। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040