চীনের 'ছাং এ' ৬নম্বর মহাকাশযানে ১০ কিলোগ্রামের অতিরিক্ত বহনকাজ থাকবে
  2018-10-02 18:54:06  cri
অক্টোবর ২: চীনের শিল্প ও তথ্যায়ন বিষয়ক উপ-মন্ত্রী এবং জাতীয় মহাকাশ ব্যুরোর মহাপরিচালক চাং খ্য চিয়ান গতকাল (সোমবার) ৬৯তম আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে মহাকাশ সহযোগিতা চালাতে চীন আগ্রহী। সেই সঙ্গে, 'ছাং এ' ৬নম্বর মহাকাশযানে ১০ কিলোগ্রামের অতিরিক্ত বহনকাজ থাকবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এ বছরের ডিসেম্বরে চীন 'ছাং এ' চার নম্বর অনুসন্ধান যন্ত্র পাঠাবে। সে সময় নেদারল্যান্ডস, জার্মানি, সুইডেন, সৌদি আরবসহ সংশ্লিষ্ট দেশগুলোর বহনকাজ গ্রহণ করবে 'ছাং এ' ৬ নম্বর মহাকাশযান।

৬৯তম আন্তর্জাতিক মহাকাশ সম্মেলন গতকাল (সোমবার) জার্মানিতে শুরু হয়েছে। সম্মেলন চলবে ৫দিন। বিশ্বের ৬ হাজার ৩ শতাধিক নভোচারী এবং মহাকাশ সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশেষজ্ঞ সম্মেলনে অংশ নেন।১৯৫০ সাল থেকে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলন প্রতি বছর একবার করে আয়োজিত হয়। একে বিশ্বে মহাকাশ জগতের এক মহাসম্মিলনী বলে অভিহিত করা হয়। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040