আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা সুসংহত করতে বিভিন্ন দেশের প্রতি আইএমএফ'র আহ্বান
  2018-10-02 18:49:17  cri
অক্টোবর ২: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-র ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগার্ডে গতকাল (সোমবার) ওয়াশিংটনে বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা সুসংহত করা উচিত।

আইএমএফ ও বিশ্ব ব্যাংকের ২০১৮ সালের বার্ষিক সম্মেলন ৮ থেকে ১৪ অক্টোবর ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষ্যে গতকাল (সোমবার) থেকে সংশ্লিষ্ট 'বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা' শীর্ষক রিপোর্ট প্রকাশিত হয়।

ক্রিস্টিন বলেন, বাণিজ্য সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক মূল্য চেইন ভেঙে গেলে তা উন্নত দেশগুলোসহ অনেক দেশের ওপর গুরুতর প্রভাব ফেলবে। সেই সঙ্গে, তিনি হুশিয়ারি করে বলেন, বৈশ্বিক ঋণ প্রবৃদ্ধি থেকে আর্থিক ঝুঁকি বাড়া সম্ভব। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040