জাতীয় দিবসের ছুটিতে চীনা পর্যটন বাজার ব্যস্ত, বিদেশ ভ্রমণ করা চীনাদের সংখ্যা ৭০ লাখ
  2018-10-02 18:48:34  cri
অক্টোবর ২: প্রতি বছরের জাতীয় দিবসের ছুটিতে চীনে দেশি-বিদেশি পর্যটকদের সংখ্যা বেড়ে যায়। এ বছরও ব্যতিক্রম নয়। চীনের পর্যটন গবেষণা বিভাগের পরিসংখ্যানে বলা হয়, ১লা অক্টোবর এই দিনে গোটা চীনে চীনা পর্যটকের সংখ্যা ১২.২ কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭.৫৪ শতাংশ বেশি। সেই সঙ্গে, বিদেশ ভ্রমণ করা চীনাদের সংখ্যা ৭০ লাখ।

এবারের সাতদিনের ছুটিতে চীনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পর্যটন তত্পরতা দেখা দেয়। ১লা অক্টোবর সকালে চারদিনব্যাপী ২০তম বেইজিং আন্তর্জাতিক পর্যটন উত্সব বেইজিংয়ে শুরু হয়। ৩০টি দেশি-বিদেশি পরিবেশনাদল নিজেদের পরিবেশনা সকল দর্শকদের জন্য প্রদর্শন করে।

সেই সঙ্গে, আরও বেশি পর্যটক আকর্ষণ করার জন্য অনেক পর্যটন স্থানে টিকিটের দাম কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। এমনকি, অনেক পর্যটন এলাকায় টিকিট ফ্রি করে দেওয়া হয়েছে। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040