চীনাদের অন্তর হৃদয় শক্তিশালী
  2018-10-02 18:47:54  cri
অক্টোবর ২: চীনা জাতির নিরলস প্রচেষ্টার কথা সবাই জানেন। তারা ছোটবেলা থেকে বাবা-মা এবং দাদা-দাদীর কথা শুনে থাকেন। বড় হওয়ার প্রক্রিয়ায় ভালভাবে লেখাপড়া দরকার। হ্যাঁ, এটি সকল দেশের জনগণের জন্য কার্যকর।

বিগত ৪০ বছরে, চীনে যে সাফল্য ও অগ্রগতি অর্জিত হয়েছে, তা শুধু চীনা শীর্ষনেতৃবৃন্দের চমত্কার কৌশলের সঙ্গে জড়িত নয়, তা চীনা জনগণের নিরলস প্রচেষ্টার সঙ্গেও জড়িত। সুতরাং, চীনাদের অন্তর হৃদয় শক্তিশালী বলে মনে করা হয়।

'ফাইনান্সিয়াল টাইমস' পত্রিকায় বলা হয়, চীনে যারা কোম্পানির উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কাজ করেন, তাদের জন্য সাধারণত সকাল ৮টা থেকে কাজ শুরু হয় এবং রাত ১০টার পর বাসায় ফিরে যেতে হয়। তাদের মধ্যে অনেকেই সপ্তাহে শুধু একদিন ছুটি নিতে পারেন।

এরকম পরিশ্রম শুধু চীনা ব্যবসায়ীদের জন্যই নয়, অনেক সরকারি কর্মকর্তাও ব্যস্ততার মধ্যে জীবনযাপন করছেন।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040