নয়া চীন প্রতিষ্ঠার ৬৯তম বার্ষিকীতে চীনে বিভিন্ন জায়গায় সমৃদ্ধ অনুষ্ঠান আয়োজিত
  2018-10-01 19:07:35  cri

অক্টোবর ১: আজ (সোমবার) নয়া চীন প্রতিষ্ঠার ৬৯তম বার্ষিকী। এদিন গোটা চীনে বিভিন্ন জায়গায় সমৃদ্ধ উদযাপনী অনুষ্ঠান আয়োজিত হয়।

এদিন সকালে 'চীন-আফ্রিকা রেশমপথ মৈত্রী জোরদার' শীর্ষক ২০তম বেইজিং আন্তর্জাতিক পর্যটন উত্সব আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ৩০টি দেশি-বিদেশি পরিবেশনাদল বেইজিং অলিম্পিক পার্কে মিলিত হয়। তারা দর্শকদের জন্য এক চমত্কার পরিবেশনা প্রদান করে। মিসরের পরিবেশনাদলের প্রধান জানান, সাম্প্রতিক বছরগুলোতে সাংস্কৃতিক বিনিময় খাতে চীন ও মিসরের ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। আজ চীনের জাতীয় দিবস। বেইজিংয়ে পরিবেশনা করার আমন্ত্রণ পাওয়ার জন্য চীন সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবারের পরিবেশনা চীন ও মিসরের মৈত্রী ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করেছে বলে আমরা বিশ্বাস করি।

এদিকে, চীনের জাতীয় দিবসে আনন্দ প্রকাশের সঙ্গে সঙ্গে পয়লা অক্টোবরকে 'চীন-যুক্তরাষ্ট্র মৈত্রী ও হেরিটেজ দিবস' হিসেবে চিহ্নিত করেছে মার্কিন সান ফ্রান্সিসকো কর্তৃপক্ষ।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040