বেইজিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের জাতীয় দিবসের সংবর্ধনানুষ্ঠান আয়োজিত
  2018-10-01 19:02:56  cri
অক্টোবর ১: নয়া চীন প্রতিষ্ঠার ৬৯তম বার্ষিকী উপলক্ষ্যে গতকাল (রোববার) সন্ধ্যায় বেইজিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের জাতীয় দিবসের সংবর্ধনানুষ্ঠান আয়োজিত হয়। সি চিন পিং, লি খ্য ছিয়াং, লি চান সু, ওয়াং ইয়াং, ওয়াং হু নিং, চাও ল্য চি, হান চেং ও ওয়াং ছি শানসহ চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র শীর্ষনেতৃবৃন্দ এবং সহস্রাধিক দেশি-বিদেশি প্রতিনিধি এতে অংশ নেন।

চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। তিনি বলেন, নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার ঐতিহাসিক প্রক্রিয়া সিপিসি'র সকল জাতির ঐক্যবদ্ধ থাকা ও নিরলস প্রচেষ্টা চালানোর সঙ্গে জড়িত। এই আনন্দের দিনে আমি সিপিসি'র কেন্দ্রীয় সরকার ও রাষ্ট্রীয় পরিষদের পক্ষ থেকে নিখিল চীনের সকল জাতির জনগণকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানাই । সেই সঙ্গে, হংকং, ম্যাকাও ও তাইওয়ান প্রবাসী চীনাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাই।

তিনি জোর দিয়ে বলেন, এ বছর চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি'র দৃঢ় নেতৃত্বে চীন দেশি-বিদেশি নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। এতে সংস্কার গভীরতর হওয়ায় নতুন অগ্রগতি অর্জিত হয়েছে এবং বৈদেশিক সম্পর্ক ও আন্তর্জাতিক সহযোগিতায় নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040