কোস্টারিকার সাবেক প্রেসিডেন্টের সঙ্গে ইয়াং চিয়ে ছি'র বৈঠক
  2018-09-30 13:30:13  cri

সেপ্টেম্বর ৩০: গতকাল (শনিবার) চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং বিদেশ-বিষয়ক কমিটির কার্যালয়ের প্রধান ইয়াং চিয়ে ছি বেইজিং সফররত কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট ওস্কার আরিয়াসের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠককালে ইয়াং চিয়ে ছি প্রথমে দ্বিপক্ষীয় সম্পর্কে ওস্কার এরিয়াসের অবদানের উচ্চ মূল্যায়ন করেন। তিনি বলেন, চীন ও কোস্টারিকার মধ্যে সম্মান ও পারস্পরিক আস্থার ভিত্তিতে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীতে কোস্টারিকার সঙ্গে রাজনৈতিক আস্থা জোরদার করে ও বাস্তব সহযোগিতা গভীরতর করে দু'দেশের সম্পর্ক এক নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক চীন।

জনাব ওস্কার চীনের সংস্কার ও উন্মুক্তকরণ ৪০ বছরে অর্জিত সাফল্যের উচ্চ প্রশংসা করে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে আরো বেশি অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেন।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040