বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্য রক্ষার আহ্বান জানিয়েছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী
  2018-09-30 13:25:56  cri

সেপ্টেম্বর ৩০: সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডা. ভিভিয়ান বালাকৃষ্ণান গতকাল (শনিবার) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্য রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নীতিভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা সিঙ্গাপুরের মতো ছোট রাষ্ট্রের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডা. ভিভিয়ান বলেন, প্রতিষ্ঠিত নিয়মকানুন মেনে চলা শুধু আন্তর্জাতিক স্থিতিশীলতা ও বৈশ্বিক প্রশাসনের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং সিঙ্গাপুরের মতো ছোট আকারের রাষ্ট্রের জন্যও অনেক গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে বহুপক্ষবাদ ও বহুপক্ষীয় ব্যবস্থা নিয়ে আস্থা সংকট তৈরি হয়েছে। কিন্তু বর্তমান বিশ্বের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার প্রেক্ষাপটে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই বহপক্ষবাদ জোরদারের গুরুত্ব আরো বেড়েছে।

তিনি আরো বলেন, বাণিজ্যিক সংঘর্ষ ও বাণিজ্যিক সংরক্ষণবাদ থেকে কোনো দেশ উপকৃত হতে পারে না, বরং বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ও সমৃদ্ধিতে তা নেতিবাচক প্রভাব ফেলবে। বহুপক্ষবাদকে সমর্থন দেওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যিক সংঘর্ষের সালিশ সংস্থা হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থার গুরুত্ব বলাই বাহুল্য। বিশ্বায়ন অর্থনৈতিক সমস্যার 'বলির পাঁঠা' নয়। বিভিন্ন দেশের সরকারের একটি দীর্ঘকালীন ও টেকসই উন্নয়ন পরিকল্পনা তৈরির দায়িত্ব আছে। বাণিজ্যিক বাধা সৃষ্টি করে এ সমস্যার সমাধান হবে না বলেও উল্লেখ করেন তিনি।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040