ইয়ুননান বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ-বিষয়ক সম্মেলন শেষ
  2018-09-30 11:18:37  cri
সেপ্টেম্বর ৩০: চীনের ইয়ুননান বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম আঞ্চলিক পরিবেশ ও প্রকৃতি ব্যবস্থাপনার ঝুঁকি পরিচালনা সম্মেলন গতকাল (শনিবার) শেষ হয়েছে। চীন, মিয়ানমার, নেপাল ও বাংলাদেশের ৫০ জনেরও বেশি বিশেষজ্ঞ ও পণ্ডিত প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং এর মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।

দু'দিনব্যাপী সম্মেলনে প্রধানত তিনটি বিষয়ে আলোচনা করা হয়। এগুলো হলো পরিবেশ ও প্রকৃতির পরিবর্তন, পরিবেশ ও কৃষি, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্যোগ মোকাবিলা। কিছু বিশেষজ্ঞ ধান, পানীয় জল এবং দূষিত পানি বিশুদ্ধকরণসহ বিভিন্ন বিষয়ে বিশেষ রিপোর্ট পরিবেশন করেন।

এবারের সম্মেলনে সহযোগিতা করেছে বাংলাদেশের চীনা দূতাবাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মোহাম্মাদ আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের দীর্ঘস্থায়ী সহযোগিতা দু'দেশের সংস্কৃতি এবং একাডেমিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040