ছেংতুতে চীন-ভারত সীমান্ত-বিষয়ক পরামর্শ ও সমন্বয় কর্মব্যবস্থা সম্মেলন অনুষ্ঠিত
  2018-09-30 11:04:35  cri
সেপ্টেম্বর ৩০: ২৭ ও ২৮ সেপ্টেম্বর চীনের ছেংতু শহরে চীন-ভারত সীমান্ত-বিষয়ক পরামর্শ ও সমন্বয় কর্মব্যবস্থার ১২তম সম্মেলন আয়োজন করা হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত ও সমুদ্র-বিষয়ক বিভাগের প্রধান ই সিয়ান লিয়াং এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের প্রানেই ভার্মা যৌথভাবে সম্মেলনে সভাপতিত্ব করেছেন।

দু'পক্ষ চলতি বছরের দ্বিপক্ষীয় সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্ত নিয়ন্ত্রণ, সীমান্তে পারস্পরিক আস্থা জোরদার করাসহ ধারাবাহিক বিষয়ে গভীরভাবে মতবিনিময় করেছে। দু'দেশের কূটনীতি ও প্রতিরক্ষা বিভাগ সমন্বয় ও বিনিময় জোরদার করে ভালোভাবে সীমান্ত এলাকার সমস্যা মোকাবিলা করা, সীমান্ত এলাকার সহযোগিতা গভীরতর করা এবং যৌথভাবে সীমান্ত এলাকার শান্তি ও নিরাপত্তা রক্ষা করার বিষয়ে একমত হয়েছে দু'পক্ষ। যাতে চীন-ভারত সম্পর্কের স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়নের সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা যায়।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040