'দশম এশিয়া-ইউরোপ অংশীদারি সম্পর্ক সম্মেলন' ব্রাসেলসে অনুষ্ঠিত
  2018-09-30 11:00:00  cri
সেপ্টেম্বর ৩০: ২৭ ও ২৮ সেপ্টেম্বর 'দশম এশিয়া-ইউরোপ অংশীদারি সম্পর্ক সম্মেলন' ব্রাসেলসে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের ৩০টিরও বেশি দেশের সংসদের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। তাঁরা জলবায়ু পরিবর্তন, পরিবেশের চ্যালেঞ্জ ও বহুপক্ষবাদ নিয়ে আলোচনা করেছেন।

চীনের জাতীয় গণকংগ্রেসের বিদেশ-বিষয়ক কমিটির উপপরিচালক চাং চি জুন সম্মেলনে বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ ইস্যু সমাধানে জরুরি ব্যবস্থা নিতে হবে। যৌথভাবে দায়িত্ব পালন করে উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা সম্পর্কে চারটি প্রস্তাবও দেন তিনি। এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নের অভিজ্ঞতা বিনিময় করার প্রত্যাশা করে বেইজিং; যাতে দীর্ঘস্থায়ী শান্তি, ব্যাপক নিরাপত্তা, অভিন্ন সমৃদ্ধি, উন্মুক্ত ও সহনশীল এবং পরিচ্ছন্ন ও সুন্দর বিশ্ব গড়ে তোলা যায়।

বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তাসহ বিভিন্ন খাতে বহুপক্ষবাদে সহযোগিতায় গুরুত্বারোপ করেছেন অংশগ্রহণকারীরা। ইউরেশিয়ার দেশগুলোর উচিত বহুপক্ষবাদকেন্দ্রিক সহযোগিতা বাস্তবায়নকে সবচেয়ে কার্যকর ও ন্যায়সঙ্গত পদ্ধতি হিসেবে আখ্যায়িত করা। কার্যকরভাবে 'প্যারিস চুক্তি' চালু করার আহ্বানও জানানো হয় সম্মেলনে।(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040