'প্রেমিকার হৃদয়'
  2018-09-30 10:06:22  cri



আজকের অনুষ্ঠানে আমরা প্রথমে কয়েকটি চীনা গান শুনবো।

প্রথমে আমরা একটি সুন্দর ভালোবাসার গান শুনবো। গানের শিরোনাম 'ভালোবাসার পাখি'; গেয়েছেন সুদর্শন চীনা গায়ক লিন ই লুন। তিনি ১৯৭০ সালের ৪ এপ্রিল জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এ গানটি হল তার প্রথম অ্যালবামের একটি গান। গানের কথাগুলো এমন: 'গাছে একটি পাখি। পাখিটির কণ্ঠ শুনলে আমার হৃত্স্পন্দন বেড়ে যায়। আমি পাখিটি দেখতে পারি না, কিন্তু শুনতে পারি। সে আমার কাছে উল্লাস করছে। কিন্তু এখন কেন সে অনেক শান্ত, কেন তার কণ্ঠ আমি শুনতে পাই না! কারণ, আমার প্রেমিকা চলে গেছে। তবে যে মানুষ আমাকে ভালবাসে সে এখনইও আসেনি। এ ভালোবাসার পাখি চলে গেছে, কিন্তু আমার ভালোবাসার পাখি আসেনি'।

তাহলে আমরা একসঙ্গে গানটি শুনবো, কেমন?

আচ্ছা বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনা গান 'ভালোবাসার পাখি'। এখন আমি আপনাদের কাছে আরেকটি চীনা গানের পরিচয় তুলে ধরবো। গানের শিরোনাম 'আমি চাই, আমি চাই'। গেয়েছেন গু জু জি। তিনি ১৯৭২ সালের ১৮ অগাস্ট চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে ছিলেন একজন অভিনেতা। তারপর টেলিভিশনে উপস্থাপক হিসেবে কাজ করেন। কিন্তু তিনি খুব ভালো গান করতে পারতেন। ১৯৯৪ সালে তিনি তার প্রথম গানের অ্যালবাম প্রকাশ করেন। 'আমি চাই, আমি চাই' শিরোনামের গানটির কথাগুলো এমন: 'তোমার কাছে থাকতে চাই, আমি অনেক চাই। তোমার সঙ্গে আকাশে তারার সংখ্যা হিসেব করতে চাই, বসন্তকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সংগ্রহ করতে চাই। আমি তোমাকে পুরাতন গল্প পড়ে শোনাতে চাই। আমি তোমার সঙ্গে হাজার হাজার মাইল ভ্রমণ করতে চাই। আমাদের প্রতিটি দিন আমাদের সবচেয়ে সুন্দর স্মৃতিতে পরিণত হবে। আমি তোমার সঙ্গে সূর্যাস্ত দেখতে চাই, তোমার সঙ্গে বনে পাখির গান শুনতে চাই। আমি তোমার কাছে থাকতে চাই, আমি অনেক চাই'।

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'তোমার জন্য গান'। এতক্ষণ শুনছিলেন 'আমি চাই, আমি চাই' শিরোনামের একটি গান। এখন আমি আপনাদেরকে একটি মেয়ের গানের সঙ্গে পরিচয় করিয়ে দিবো। গানের শিরোনাম 'প্রেমিকার হৃদয়'; গেয়েছেন ওয়েই ইউ সিন। তিনি ১৯৮৭ সালের ১৮ মে চীনের ইনার মঙ্গোলিয়ার থংলিয়াও শহরে জন্মগ্রহণ করেন। তার এ গানটি খুবই হৃদয়স্পর্শী এবং সুন্দর। গানের কথা এমন: 'বাতাসে, বৃষ্টিতে ও বসন্তে পরিণত হয়ে তোমার কাছে যাই। কণ্ঠের মত, ছায়ার মত, স্বপ্ন হল দূরের হাতের ছাপ। ধোঁয়া, মাটি ও মেঘে পরিণত হয়ে তোমার কাছে আসি। তোমার অনুভব সমুদ্রের মত, তোমার ভালোবাসা নগরের মত। কিন্তু তোমার আমার মধ্যে এত দূরত্ব! সময় চলে গেছে, আমার প্রেমিকার হৃদয় হারিয়ে গেছে। আমি কবিতায় তোমাকে লিখি। আমি পথে পরিণত হয়ে তোমাকে খুঁজি। আমার প্রেমিকার হৃদয় হারিয়ে গেছে'।

খুবই দু:খের গান, কিন্তু অনেক সুন্দর। এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ওয়েই সিন ইউ'র কণ্ঠে গান 'প্রেমিকার হৃদয়'। আশা করি, গানটি আপনাদের ভালো লেগেছে। এখন আমি আপনাদেরকে আমার খুব পছন্দের আরেকটি গান শোনাতে চাই। গানের শিরোনাম হল 'সমুদ্রের কণ্ঠ শুনি'। তবে আমরা শোনার আগে গানের কথা জানাবো না। আপনারা শুধু গানের সুর ও গায়িকার অনুভূতি শুনবেন।

বন্ধুরা, শুনছিলেন 'সমুদ্রের কণ্ঠ শুনি' শীর্ষক গান। এটি আসলে আমার প্রিয় গান। গানটির শিল্পীও আমার প্রিয় শিল্পী। তিনি চীনের তাইওয়ানের একজন বিখ্যাত্ কণ্ঠশিল্পী। তার নাম চাং হুই মেই। এখন আমি গানের কথা আপনাদেরকে জানাবো। গানটির কথা হলো: 'চিঠি লিখে আমাকে জানাবে, আজ সমুদ্রের রঙ কী। তুমি প্রতি রাতে তোমার সমুদ্রের কাছে থাকো। তোমার মন কেমন? সমুদ্রের ধূসর রঙের মানে তুমি বলতে চাও না। নীল রঙ হল দুঃখ; তুমি সারা বিশ্বে ঘুরে বেড়াও, কিন্তু এখন তুমি কোথায়? চিঠিতে আমাকে জানাবে, আজ রাতে তুমি স্বপ্নে কি জানতে চাও। আমার হৃদয়ে এত দু:খ, সারা রাত ঘুমোতে পারি না। কেন তুমি আমাকে পছন্দ করো, কিন্তু কাছে আসো না? শোনো, সমুদ্রের কান্না। স্বপ্নে মানুষ হৃদয়ে কষ্ট পায় কিন্তু স্বপ্ন থেকে উঠতে চায় না। এ মানুষটি অবশ্যই আমি না, কারণ আমি অনেক শান্ত। কিন্তু অশ্রু, অশ্রুও আমি বিশ্বাস করি না। শোনো, সমুদ্রের কণ্ঠ। এ সমুদ্রের স্পন্দন খুবই কামুক, কান্না করে ভোর পর্যন্ত। আমাকে একটি চিঠি পাঠাও। অবশেষে একটি। আমাকে জানাবে, আমাকে ত্যাগ করার সময় তোমার মনে কী ছিল?' আচ্ছা, গানের কথা শোনার পর আশা করি আপনারা গানটি আরো পছন্দ করবেন।

আচ্ছা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন আমরা কয়েকটি বাংলা গান শোনাবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো গান শুনতে চান,তাহলে আমাদেরকে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.163.com. এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040