
সেপ্টেম্বর ২৯: নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে গতকাল (শুক্রবার) 'বিশ্ব পরিধানযোগ্য শিল্পকলা প্রতিযোগিতা' অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় কাপড়ের পরিকল্পনাকারীরা কাপড়ের নকশার পাশাপাশি নাটকের মতো পুরো মঞ্চের লাইট ও সংগীতেরও ডিজাইন করেন।
(স্বর্ণা/তৌহিদ)


1 2