উত্তর-পূর্ব চীনের উন্নয়ন বেগবানবিষয়ক আলোচনাসভার সভাপতিত্ব করেছেন প্রেসিডেন্ট সি
  2018-09-29 15:01:02  cri

চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি'র সাধারণ সম্পাদক, চীনা প্রেসিডেন্ট ও চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সম্প্রতি উত্তর-পূর্ব চীনের তিনটি প্রদেশ পরিদর্শন করেন। তিনি উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন এগিয়ে নেওয়াবিষয়ক আলোচনাসভার সভাপতিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ এক ভাষণ দেন। মনোযোগ দিয়ে নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চেতনা ও সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চিন্তাধারা বাস্তবায়ন করা, উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে ধারাবাহিক নীতি বলবত্ রাখা, সংস্কার গভীরতর করা এবং সুবিধা দেওয়া উচিত্ বলে ভাষণে জোর দিয়ে উল্লেখ করেন প্রেসিডেন্ট সি।

২৫ থেকে ২৮ সেপ্টেম্বর প্রেসিডেন্ট সি হেইলোংচিয়াং খামার ও জমি পুনরুদ্ধার ব্যুরোর চিয়েন সান চিয়াং পরিচালনা ব্যুরো এবং ছিছিহাআর শহর পরিদর্শন করেন।

চিয়েন সান চিয়াং চীনের খাদ্যশস্য উত্পাদনের গুরুত্বপূর্ণ ঘাঁটি। এ অঞ্চল পরিদর্শনকালে প্রেসিডেন্ট বলেন, উন্নয়নের নতুন চিন্তাধারা পালন করে আধুনিক কৃষি-ঘাঁটি নির্মাণকাজ দ্রুততর করা, খামার ও জমি পুনরুদ্ধারের সংস্কার গভীরতর করা এবং সবুজ কৃষির উন্নয়ন বেগবান করা উচিত্। তিনি আরো বলেন,

'বিশাল দেশ হিসেবে চীনের জন্য কৃষিকাজ অপরিহার্য। কৃষি জোরদার করতে চাইলে বিজ্ঞান ও প্রযুক্তির ওপর নির্ভর করতে হবে। কৃষির আধুনিকায়নের ওপর গুরুত্ব দিতে হবে।'

২৬ সেপ্টেম্বর বিকেলে প্রেসিডেন্ট সি ট্রেনে করে চিলিন প্রদেশের সোং ইউয়েন শহরে পৌঁছান। তারপর তিনি বাসে করে চাকান হু হ্রদে পৌঁছান। চাকান হু হ্রদ চীনের ১০টি মিঠা পানির হ্রদের মধ্যে অন্যতম। প্রেসিডেন্ট সি জাহাজ করে চাকান হু হ্রদের দক্ষিণ দিকের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের অবস্থার খোঁজখবর নেন। সবাই প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে সবুজ উন্নয়নের পথে অবিচল থাকবে বলে আশা করেন প্রেসিডেন্ট সি।

২৭ সেপ্টেম্বর সকালে প্রেসিডেন্ট সি লিয়াওনিং প্রদেশের লিওইয়াং শহরে পৌঁছান। সেখানে তিনি যথাক্রমে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান ও একটি ব্যক্তি-মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি বলেন, চীনে গণমালিকানা ও বহুমালিকানার অর্থনীতি উন্নয়নের মৌলিক আর্থিক-ব্যবস্থা চালু হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর মর্যাদা গুরুত্বপূর্ণ, ভূমিকাও অপরিহার্য; যা পার্টি ও দেশ উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি। তা ছাড়া, সিপিসি'র কেন্দ্রীয় সরকার বরাবরই ব্যক্তি-উদ্যোক্তার উন্নয়নে সমর্থন দিয়ে আসছে। সিপিসি'র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর ব্যক্তি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক উন্নয়নে সমর্থন দেওয়ার ধারাবাহিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

২৮ সেপ্টেম্বর সকালে লিয়াওনিং প্রদেশের ফুশুন শহরের লেইফোং স্মৃতি জাদুঘরে যান প্রেসিডেন্ট সি। সেখানে লেইফোং কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

সি বলেন, অবশ্যই লেইফোংয়ের চেতনা ধারণ করতে হবে। উচ্চ আদর্শ এবং বিশ্বাস নির্দিষ্ট কার্যক্রমে রূপান্তর করে, নিজের কাজে ও জীবনে প্রতিফলন হওয়া উচিত্ বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট।

২৮ সেপ্টেম্বর বিকেলে শেনইয়াং শহরে প্রেসিডেন্ট সি উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন এগিয়ে নেওয়াবিষয়ক আলোচনাসভার সভাপতিত্ব করেন। সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য শোনার পর প্রেসিডেন্ট সি বলেন,

'উত্তর-পূর্বাঞ্চল হলো আমাদের দেশের গুরুত্বপূর্ণ শিল্প ও কৃষি-ঘাঁটি। দেশের প্রতিরক্ষা, শস্য, প্রাকৃতিক পরিবেশ, জ্বালানি ও শিল্পের নিরাপত্তা রক্ষা করার কৌশলগত অবস্থা খুব গুরুত্বপূর্ণ; যা দেশের উন্নয়নের সঙ্গে জড়িত।'

ভাষণে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন বেগবান করতে প্রেসিডেন্ট সি কয়েকটি প্রস্তাবও উত্থাপন করেন।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040