চীনের সহায়তায় শ্রীলংকার 'জল প্রযুক্তি গবেষণা ও উত্পাদন কেন্দ্র' পরিকল্পনা নির্মাণ শুরু
  2018-09-29 10:54:05  cri
সেপ্টেম্বর ২৯: গতকাল (শুক্রবার) চীনের সহায়তায় শ্রীলংকার 'জল প্রযুক্তি গবেষণা ও উত্পাদন কেন্দ্র' পরিকল্পনা নির্মাণের উদ্বোধন করা হয়। এ-দিন দেশটির মধ্যাঞ্চলীয় শহর কান্দির পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়

শ্রীলংকার শহর পরিকল্পনা ও পানি সরবরাহমন্ত্রী রউফ হাকিম এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্রনিক কিডনি রোগের গবেষণা ও নিরাপদ পানি পানের প্রযুক্তি গবেষণার ভিত্তি স্থাপিত হয়েছে। তিনি আশা করেন, দু'দেশ এই পরিকল্পনার সুযোগে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে।

এদিকে চীনা বিজ্ঞান একাডেমির উপপ্রধান হৌ চিয়ান কুও বলেন, পরিকল্পনাটি হলো একাডেমির বিদেশে বিনিয়োগকারী নবম প্রযুক্তি গবেষণাকেন্দ্র।

উল্লেখ্য, চীনের 'রেলওয়ে নির্মাণ চতুর্থ ব্যুরো' শ্রীলংকার 'জল প্রযুক্তি গবেষণা ও উত্পাদন কেন্দ্র' নির্মাণের কাজ করবে। এই কেন্দ্রের মোট আয়তন পাঁচ হাজার বর্গমিটার।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040