উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ সহযোগিতা জোরদার করবে চীন
  2018-09-29 10:41:47  cri
সেপ্টেম্বর ২৯: যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল (শুক্রবার) জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ। অতীতের মতো ভবিষ্যতেও ব্যাপক উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ সহযোগিতা জোরদার করবে বেইজিং। এটি চীনের কূটনীতির দৃঢ় পদক্ষেপ।

ওয়াং ই বলেন, চীনের রাষ্ট্রীয় অবস্থান, রাজনৈতিক ব্যবস্থা ও মূল্যবোধ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের উন্নয়ন বা আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে এ সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলে উল্লেখ করেন তিনি।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040